শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা-২০২৪ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন ওরফে আলালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তার আলাল পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ইমতিয়াজ আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় আলালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা আলাল গত ৩১ জানুয়ারি নিজের ফেসবুকে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশন সম্মাননা-২০২৪ পাওয়ার ক্রেস্ট ও সনদপত্র নিয়ে পোস্ট দেন। মুহূর্তের মধ্যে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র সাধারণ নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এমনকি এ ঘটনায় জেলা বিএনপির শীর্ষ নেতারাও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

রিংসাইন টেক্সটাইলসের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিংসাইন টেক্সটাইলস লিমিটেডের (বিএসসি) পরিচালনা পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ২০২৪ থেকে ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে রিংসাইন টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • আফতাব অটোর ক্রেডিট রেটিং সম্পন্ন
  • বিশ্বজুড়ে স্বাধীনতা কমা সত্ত্বেও অগ্রগতি বাংলাদেশের
  • ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা, সমন জারি
  • গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় বিএমবিএ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইন্ট্রাকো রিফুয়েলিং
  • গোল্ডেন হারভেস্টের ক্রেডিট রেটিং নির্ণয়
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি
  • গোল্ডেন হার্ভেস্টের ক্রেডিট রেটিং সম্পন্ন
  • রিংসাইন টেক্সটাইলসের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারি