নরসিংদীর শিবপুর উপজেলায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এক পক্ষে আছেন খোকা মিয়া ও ওবায়দুল নামে দুজন। অপর পক্ষে আছেন টিটু মিয়া, মোস্তফা মিয়া ও বাদল মোল্লা নামের তিনজন। আজ বেলা ১১টার দিকে খোকা মিয়ার লোকজন বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের একটি কারখানা থেকে ঝুট সংগ্রহ শেষে বের হচ্ছিলেন। খবর পেয়ে টিটু, মোস্তফা ও বাদল দলবল নিয়ে সেখানে গিয়ে তাঁদের বাধা দেন। দুই পক্ষ কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর-থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বক্তব্য জানতে খোকা মিয়া ও টিটু মিয়ার মুঠোফোনে ফোন করা হলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজনের ভাষ্য, দুই পক্ষের পাঁচজন একসময় একসঙ্গে থার্মেক্স গ্রুপের সঙ্গে ঝুট ব্যবসা করতেন। স্বার্থ-সংশ্লিষ্ট কারণে এখন তাঁরা আলাদা হয়ে ব্যবসা করছেন। আগে তাঁরা আওয়ামী লীগের রাজনীতি করলেও পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে যুক্ত। সম্প্রতি টিটু মিয়া একটি মামলায় কারাগার থেকে বের হয়ে মোস্তফা ও বাদলের সঙ্গে মিলে ঝুটের ব্যবসা শুরু করেন। এদিকে কয়েক মাস ধরে একচেটিয়াভাবে ঝুট ব্যবসা করে আসছিলেন খোকা মিয়া। মূলত ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য থার্মেক্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ করা হয়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ ট ব যবস স ঘর ষ

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বিস্ফোরণ ও গোলাগুলি

নরসিংদীর শিবপুর উপজেলায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এক পক্ষে আছেন খোকা মিয়া ও ওবায়দুল নামে দুজন। অপর পক্ষে আছেন টিটু মিয়া, মোস্তফা মিয়া ও বাদল মোল্লা নামের তিনজন। আজ বেলা ১১টার দিকে খোকা মিয়ার লোকজন বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের একটি কারখানা থেকে ঝুট সংগ্রহ শেষে বের হচ্ছিলেন। খবর পেয়ে টিটু, মোস্তফা ও বাদল দলবল নিয়ে সেখানে গিয়ে তাঁদের বাধা দেন। দুই পক্ষ কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর-থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বক্তব্য জানতে খোকা মিয়া ও টিটু মিয়ার মুঠোফোনে ফোন করা হলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজনের ভাষ্য, দুই পক্ষের পাঁচজন একসময় একসঙ্গে থার্মেক্স গ্রুপের সঙ্গে ঝুট ব্যবসা করতেন। স্বার্থ-সংশ্লিষ্ট কারণে এখন তাঁরা আলাদা হয়ে ব্যবসা করছেন। আগে তাঁরা আওয়ামী লীগের রাজনীতি করলেও পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে যুক্ত। সম্প্রতি টিটু মিয়া একটি মামলায় কারাগার থেকে বের হয়ে মোস্তফা ও বাদলের সঙ্গে মিলে ঝুটের ব্যবসা শুরু করেন। এদিকে কয়েক মাস ধরে একচেটিয়াভাবে ঝুট ব্যবসা করে আসছিলেন খোকা মিয়া। মূলত ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য থার্মেক্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ করা হয়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ