মাঠে বল দখলের লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে গ্যালারিতে হইহুল্লোড়। তারা সবাই খুদে। আরও স্পষ্ট করে বললে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কেউ এসেছে মা–বাবার সঙ্গে, কেউ স্কুলশিক্ষকদের সঙ্গে।

শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের এমন সরব উপস্থিতিতে গতকাল ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল। একটি বালক বিভাগে, আরেকটি বালিকা বিভাগে।

জেলা থেকে বিভাগ আর বিভাগ থেকে জাতীয় পর্যায়ের মঞ্চে এসে ফাইনালে শিরোপা জিতেছে (বালক বিভাগে) কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা বিভাগে) পাবনার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন ও লামিয়া খাতুনদের চোখে এখন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন।

তোহা নামে পরিচিত নাহিদ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে জেলা পর্যায় থেকে বিদায় নিয়েছিল তার স্কুল। এবার নতুন উদ্যমে ফিরে একেবারে ট্রফি হাতে তুলতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত নাহিদ।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ