চোখে তাদের বড় ফুটবলার হওয়ার স্বপ্ন
Published: 27th, February 2025 GMT
মাঠে বল দখলের লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে গ্যালারিতে হইহুল্লোড়। তারা সবাই খুদে। আরও স্পষ্ট করে বললে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কেউ এসেছে মা–বাবার সঙ্গে, কেউ স্কুলশিক্ষকদের সঙ্গে।
শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের এমন সরব উপস্থিতিতে গতকাল ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল। একটি বালক বিভাগে, আরেকটি বালিকা বিভাগে।
জেলা থেকে বিভাগ আর বিভাগ থেকে জাতীয় পর্যায়ের মঞ্চে এসে ফাইনালে শিরোপা জিতেছে (বালক বিভাগে) কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা বিভাগে) পাবনার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন ও লামিয়া খাতুনদের চোখে এখন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন।
তোহা নামে পরিচিত নাহিদ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে জেলা পর্যায় থেকে বিদায় নিয়েছিল তার স্কুল। এবার নতুন উদ্যমে ফিরে একেবারে ট্রফি হাতে তুলতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত নাহিদ।
সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে তালেব শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব শেখ একই গ্রামের মৃত ইমতিয়াজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামরিলডাঙ্গা গ্রামের লস্কর বাড়ি ও শেখ বাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে রবিবার দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তালেব শেখ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’
ঢাকা/শরিফুল/রাজীব