দৈনিক ১৫ ঘণ্টা পড়াশোনা করে বুয়েটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় যমজ দুই ভাই
Published: 27th, February 2025 GMT
দুই যমজ ভাই নাহিদুল ইসলাম ও মাহিদুল ইসলাম। দেখতে হুবহু এক রকম। দুজনকে আলাদা করে চেনা মুশকিল। কম্পিউটার প্রোগ্রামার হওয়ার ইচ্ছা তাঁদের। সে কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দৈনিক ১৫ ঘণ্টার মতো লেখাপড়া করেছেন তাঁরা। একসঙ্গে দুই ভাই প্রস্তুতি নিয়ে ফলও পেয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য তাঁদের। মেধাতালিকায় প্রথম দিকেই রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের দুই ভাইয়ের নাম।
নাহিদুল ও মাহিদুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার জসিম উদ্দিনের ছেলে। বুয়েটের এবারের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় নাহিদুল ইসলাম ৫২তম ও মাহিদুল ইসলাম ১০১তম স্থান অধিকার করেছেন।
দুই ভাইয়ের এই ফলাফলে ঘরে রীতিমতো ঈদের খুশি। তাঁদের বাবা জসিম উদ্দিন বলেন, পড়াশোনা আর ক্রিকেট দুটোতেই ছিল তাঁর যমজ দুই সন্তানের সমান আগ্রহ। ছেলেদের ক্রিকেট প্রতিভা দেখে উচ্চশিক্ষা না ক্রিকেট, কোন পথে এগিয়ে নেবেন, এমন দোটানায় পড়েছিলেন তিনি। জসিম নিজেও ক্রীড়া সংগঠক। তাই ছেলেদের খেলাধুলায় উৎসাহ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ দুই ছেলে প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখা শুরু করল। একসঙ্গে দুই ভাইয়ের পড়াশোনা চলতে লাগল। কঠোর পরিশ্রম আর রাতদিন পড়াশোনায় ধরা দিল সাফল্য।
জসিম উদ্দিন দুলাল জানান, নাহিদুল ও মাহিদুল ছাড়াও সাজনিন সোয়াত নামের তাঁর সাত বছরের একটি মেয়ে রয়েছে। সন্তানদের মধ্যে নাহিদুল সবার বড়। ওদের মা ফারিয়া সুলতানার হাতেই সন্তানদের হাতেখড়ি। তাঁর দুই ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি শিশুকাননে ওদের লেখাপড়া শুরু। এরপর ওখানকারই জিবি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে ওরা। এসএসসির পর নাহিদুল চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ও মাহিদুল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। জেএসসি, এসএসসি ও এইচএসসি সব পর্যায়েই ওরা দুজন এ প্লাস পেয়েছে। সরকারি, বেসরকারি শিক্ষা বৃত্তিও পেয়েছে দুজন।
জসিম উদ্দিন আরও বলেন, ‘ছোটবেলায় দুই ছেলে ছিল খুব ক্রিকেটপাগল। আমি নিজেও মিরসরাই স্পোর্টিং ক্লাব নামে এলাকায় একটি ফুটবল একাডেমি চালাতাম। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ক্রিকেট প্রতিভা দেখে ভেবেছিলাম খেলাধুলায় থিতু করব ওদের। পরে পথ বদলে পড়াশোনায় মনোযোগী হয় ওরা। এসএসসির পর থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দানা বাঁধে ওদের মনে। সেই লক্ষ্যেই পড়াশোনা করে ওরা এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকার প্রথম দিকে স্থান পেয়েছে। দুই ভাই বন্ধুর মতো। পড়াশোনাসহ সবকিছুতেই একে অন্যের সহযোগী।’
জসিম উদ্দিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে ব্যস্ত থাকতে হয় পেশাগত কাজে। তাই ছেলেদের সাফল্যের পেছনে স্ত্রী ফারিয়া সুলতানাকে কৃতিত্ব দিতে চান তিনি।
বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১ হাজার ৩০৫ জনের মধ্যে ৫২তম হয়েছেন এই যমজ দুই ভাইয়ের মধ্যে বড়জন নাহিদুল ইসলাম। এমন চমকপ্রদ ফলের বিষয়ে জানতে চাইলে নাহিদুল বলেন, ‘এসএসসি পাস করার পর থেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে প্রোগ্রামার হওয়ার ইচ্ছা ছিল আমাদের দুই ভাইয়ের। আর এ বিষয়ে পড়াশোনার জন্য বুয়েট ছিল আমাদের প্রথম পছন্দ। সেই লক্ষ্যেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষ থেকেই বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করি আমরা। এইচএসসি পরীক্ষার পর থেকে দৈনিক ১৫-১৬ ঘণ্টা পড়াশোনা করেছি আমরা। বাবা-মা আর শিক্ষকেরা পড়াশোনায় সব সময় সহযোগিতা করেছেন আমাদের। এখন স্বপ্ন বুয়েটের পাট চুকিয়ে প্রোগ্রামিংয়ে উচ্চতর পড়াশোনা করা।’
বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১০১তম স্থান অধিকার করা মাহিদুল ইসলাম বলেন, ‘বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ পেয়ে আমাদের বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। আমরা দুই ভাই একই বিষয়ে পড়াশোনা করায় ভর্তি পরীক্ষার জন্য নানাভাবে একজন আরেকজনের সহযোগিতা পেয়েছি। এখন সামনের চ্যালেঞ্জ হচ্ছে বুয়েটের পড়াশোনার পর্ব শেষ করা। এরপর বিদেশের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং বিষয়ে উচ্চশিক্ষা নিতে চাই আমরা।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ দ ল ইসল ম পর ক ষ র পর ক ষ য ম রসর ই আম দ র প রথম সরক র
এছাড়াও পড়ুন:
ফ্রান্সজুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডাক
ফ্রান্সের ডানপন্থী পার্টি ন্যাশনাল র্যালি (আরএন) নেতা জর্ডান বারডেলা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। দলটির প্রধান মারিন লো পেনের বিরুদ্ধে আদালতের আদেশের বিরুদ্ধে এ সপ্তাহে বড় বিক্ষোভ করার ডাক দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে মারিন লো পেনকে সাজা দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।
আদালত লোর ওপর সরকারি দায়িত্ব পালনে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করেছেন। গত সোমবার প্যারিসের একটি আদালত এ রায় দেন। এর ফলে তিনি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। তবে আদালতে আপিল করে জিতে গেলে তাঁর জন্য নির্বাচনে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।
মাইকেল বি জর্ডান