দুই যমজ ভাই নাহিদুল ইসলাম ও মাহিদুল ইসলাম। দেখতে হুবহু এক রকম। দুজনকে আলাদা করে চেনা মুশকিল। কম্পিউটার প্রোগ্রামার হওয়ার ইচ্ছা তাঁদের। সে কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দৈনিক ১৫ ঘণ্টার মতো লেখাপড়া করেছেন তাঁরা। একসঙ্গে দুই ভাই প্রস্তুতি নিয়ে ফলও পেয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য তাঁদের। মেধাতালিকায় প্রথম দিকেই রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের দুই ভাইয়ের নাম।

নাহিদুল ও মাহিদুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার জসিম উদ্দিনের ছেলে। বুয়েটের এবারের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় নাহিদুল ইসলাম ৫২তম ও মাহিদুল ইসলাম ১০১তম স্থান অধিকার করেছেন।

দুই ভাইয়ের এই ফলাফলে ঘরে রীতিমতো ঈদের খুশি। তাঁদের বাবা জসিম উদ্দিন বলেন, পড়াশোনা আর ক্রিকেট দুটোতেই ছিল তাঁর যমজ দুই সন্তানের সমান আগ্রহ। ছেলেদের ক্রিকেট প্রতিভা দেখে উচ্চশিক্ষা না ক্রিকেট, কোন পথে এগিয়ে নেবেন, এমন দোটানায় পড়েছিলেন তিনি। জসিম নিজেও ক্রীড়া সংগঠক। তাই ছেলেদের খেলাধুলায় উৎসাহ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ দুই ছেলে প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখা শুরু করল। একসঙ্গে দুই ভাইয়ের পড়াশোনা চলতে লাগল। কঠোর পরিশ্রম আর রাতদিন পড়াশোনায় ধরা দিল সাফল্য।

জসিম উদ্দিন দুলাল জানান, নাহিদুল ও মাহিদুল ছাড়াও সাজনিন সোয়াত নামের তাঁর সাত বছরের একটি মেয়ে রয়েছে। সন্তানদের মধ্যে নাহিদুল সবার বড়। ওদের মা ফারিয়া সুলতানার হাতেই সন্তানদের হাতেখড়ি। তাঁর দুই ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি শিশুকাননে ওদের লেখাপড়া শুরু। এরপর ওখানকারই জিবি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে ওরা। এসএসসির পর নাহিদুল চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ও মাহিদুল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। জেএসসি, এসএসসি ও এইচএসসি সব পর্যায়েই ওরা দুজন এ প্লাস পেয়েছে। সরকারি, বেসরকারি শিক্ষা বৃত্তিও পেয়েছে দুজন।

জসিম উদ্দিন আরও বলেন, ‘ছোটবেলায় দুই ছেলে ছিল খুব ক্রিকেটপাগল। আমি নিজেও মিরসরাই স্পোর্টিং ক্লাব নামে এলাকায় একটি ফুটবল একাডেমি চালাতাম। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ক্রিকেট প্রতিভা দেখে ভেবেছিলাম খেলাধুলায় থিতু করব ওদের। পরে পথ বদলে পড়াশোনায় মনোযোগী হয় ওরা। এসএসসির পর থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দানা বাঁধে ওদের মনে। সেই লক্ষ্যেই পড়াশোনা করে ওরা এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকার প্রথম দিকে স্থান পেয়েছে। দুই ভাই বন্ধুর মতো। পড়াশোনাসহ সবকিছুতেই একে অন্যের সহযোগী।’

জসিম উদ্দিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে ব্যস্ত থাকতে হয় পেশাগত কাজে। তাই ছেলেদের সাফল্যের পেছনে স্ত্রী ফারিয়া সুলতানাকে কৃতিত্ব দিতে চান তিনি।

বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১ হাজার ৩০৫ জনের মধ্যে ৫২তম হয়েছেন এই যমজ দুই ভাইয়ের মধ্যে বড়জন নাহিদুল ইসলাম। এমন চমকপ্রদ ফলের বিষয়ে জানতে চাইলে নাহিদুল বলেন, ‘এসএসসি পাস করার পর থেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে প্রোগ্রামার হওয়ার ইচ্ছা ছিল আমাদের দুই ভাইয়ের। আর এ বিষয়ে পড়াশোনার জন্য বুয়েট ছিল আমাদের প্রথম পছন্দ। সেই লক্ষ্যেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষ থেকেই বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করি আমরা। এইচএসসি পরীক্ষার পর থেকে দৈনিক ১৫-১৬ ঘণ্টা পড়াশোনা করেছি আমরা। বাবা-মা আর শিক্ষকেরা পড়াশোনায় সব সময় সহযোগিতা করেছেন আমাদের। এখন স্বপ্ন বুয়েটের পাট চুকিয়ে প্রোগ্রামিংয়ে উচ্চতর পড়াশোনা করা।’

বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১০১তম স্থান অধিকার করা মাহিদুল ইসলাম বলেন, ‘বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ পেয়ে আমাদের বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। আমরা দুই ভাই একই বিষয়ে পড়াশোনা করায় ভর্তি পরীক্ষার জন্য নানাভাবে একজন আরেকজনের সহযোগিতা পেয়েছি। এখন সামনের চ্যালেঞ্জ হচ্ছে বুয়েটের পড়াশোনার পর্ব শেষ করা। এরপর বিদেশের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং বিষয়ে উচ্চশিক্ষা নিতে চাই আমরা।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ দ ল ইসল ম পর ক ষ র পর ক ষ য ম রসর ই আম দ র প রথম সরক র

এছাড়াও পড়ুন:

নিটোরে ভর্তিতে আবেদন করেছেন কি, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন সব তথ্য

বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিতে আবেদন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ৪ (চার) বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদি এ কোর্সের আবেদন অনলাইনে করতে হবে। এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে আসন দুটি মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

ভর্তি আবেদনের যোগ্যতা—

বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।

শুধু ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার একটিতে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে।

যেসব প্রার্থী ২০২১ সালের আগে এসএসসি ও ২০২৩ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন—

পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০ ও জীববিজ্ঞানে ৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর; সর্বমোট ১০০ (এক শ) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

আরও পড়ুনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি৪ ঘণ্টা আগেভর্তির প্রক্রিয়া—

ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র ও শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা-খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ১ (এক) বছর ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিতে হবে।

অনলাইন আবেদনপ্রক্রিয়া এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এ ছাড়া ১,০০০ /- (এক হাজার) টাকা চলতি হিসাব নং ‘0200001767274 ’, অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা-এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG) এবং ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG) প্রয়োজন হবে। অনলাইন আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইট দেখে যথাযথভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনস্রেডায় ইন্টার্নশিপ, স্নাতক অথবা অ্যাপিংয়ার্ড প্রার্থীদেরও সুযোগ, মাসে ১০ হাজার টাকা৮ ঘণ্টা আগেআবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ

*আবেদন শুরু হয়েছে: ১৬ জানুয়ারি থেকে

*আবেদন শেষ: আগামীকাল বুধবার, ২৬ ফেব্রুয়ারি, রাত ১২টা পর্যন্ত

প্রবেশপত্র সংগ্রহ: আগামী ২৪ এপ্রিল থেকে ১ মে (রাত ১২টা পর্যন্ত) প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষা: ২ মে (শুক্রবার)। সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা হবে ১ ঘণ্টা।

প্রবেশপত্র সংগ্রহের নিয়ম

২৪ এপ্রিল থেকে ১ মে (রাত ১২টা পর্যন্ত) শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষার ভেন্যু

২ মে সকাল ১০টায় শুরু হবে ভর্তি পরীক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১ ঘণ্টার পরীক্ষা।

*আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বদলিতে আবেদন শুরু, মানতে হবে যেসব শর্ত ৭ ঘণ্টা আগেআরও পড়ুনরোটারি ইন্টারন্যাশনালের ১৩০ ফেলোশিপ, অস্ট্রেলিয়া–যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র–জাপান–তুরস্ক ও উগান্ডায় পড়াশোনা১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • পুলিশ নেবে কনস্টেবল, আবেদন শুরু ৩ মার্চ
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ৫২০ আসনে পরীক্ষার্থী ২০১১২
  • ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ
  • নিটোরে ভর্তিতে আবেদন করেছেন কি, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন সব তথ্য