চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন চলতি বছরের ১৪ মে অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনে কক্ষে সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১১টি উপ-কমিটি ও কোর-কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অংগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য তথ্যাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.
তিনি বলেন, “এ লক্ষ্যে একটি কমিটিও করা হয়েছিল। সে কমিটির অধীনে আরো বেশকিছু উপকমিটিও করা হয়েছে। আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেব।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন রাইজিংবিডিকে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই সমাবর্তন হয় না। আমরা এ বছরের ১৪ মে সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আজ এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে । সমাবর্তনে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে আমন্ত্রণ করা হবে।”
সর্বশেষ চবির চতুর্থ সমাবর্তন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গ্যারেজ মালিক লাপাত্তা
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল গ্যারেজ মালিক আব্দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
দীর্ঘ ৬ মাস অপেক্ষার পরও ফিরে না আসায় তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পাইনাদী নতুন মহল্লা এলাকার বাড়ির মালিক সেলিনা বেগম। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি রবিবার (২০ এপ্রিল) বিকেলে দোকানের তালা কেটে দোকান নিজের নিয়ন্ত্রনে নেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার তারালিয়া (সরদার বাড়ি) এলাকার আরব আলী সরদারের ছেলে আব্দুল কাদের(৩৮) সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার সেলিনা বেগমের কাছ থেকে দোকান ভাড়া নেন। তিনি দোকানটিকে মোটরসাইকেলের গ্যারেজ বানিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ অবস্থায় এলাকার বিভিন্ন লোকজনকে প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পাওয়ানা দাররা টাকার জন্য চাপ দিতে থাকলে কাদের কাউকে কিছু না বলে রাতের আধাঁরে গ্যারেজের মূল্যবান মালামাল সরিয়ে পালিয়ে যায়।
এতে বাড়ির মালিক সেলিনা পড়েন বিপাকে। ৬ মাস ধরে তিনি ভাড়া পাচ্ছেন না । পাশাপাশি দোকনটি অন্য কাউকে ভাড়া দিতে পারছেন না। নিরুপায় হয়ে প্রতিকারের জন্য তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
তবু আব্দুল কাদের এলাকায় না আসায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানের তালা কেটে ফেলেন। পরে ভেতরে গিয়ে নষ্ট একটি মোটর সাইকেল আর কিছু যন্ত্রপাতি ছাড়া গ্যারেজে আর কিছু দেখতে পাননি। তখন গ্যারেজে যা ছিল লোকজনের উপস্থিতিতে তার তালিকা করে দোকানটি নিজের নিয়ন্ত্রনে নেন।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ইউ-পরিদর্শক সালেহ আহমেদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত লোক পলাতক রয়েছে। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে।