আসন্ন আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। ২০১৬ সালের পর আবারও আইপিএলে ফিরছেন তিনি, তবে এবার খেলোয়াড় নয়, দলের পরামর্শকের ভূমিকায়।

২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন পিটারসেন। এর মধ্যে দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে ২০১৪ সালে অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। তবে তার নেতৃত্বে দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি, ১৪ ম্যাচের ১২টিতেই হার দেখে আসর শেষ করেছিল দিল্লি।

পিটারসেনের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ পুরোনো। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক জিএমআর কোম্পানির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। গত বছর হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কিনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জিএসডব্লিউ কোম্পানির হাতে। গত মৌসুমের পর এই দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত পুরুষ দলের দায়িত্ব থাকবে জিএমআরের হাতে, আর নারী দলের দায়িত্ব পরিচালনা করবে জিএসডব্লিউ। ধারণা করা হচ্ছে, পিটারসেনের মেন্টর হিসেবে নিয়োগ পাওয়ার পেছনে এই সংযোগও ভূমিকা রেখেছে।

আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া দিল্লি ক্যাপিটালস পিটারসেনের অভিজ্ঞতায় ভাগ্য বদলাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ভ ন প ট রস ন ক য প ট লস র

এছাড়াও পড়ুন:

পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।

পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।

তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ