হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৯ ছাত্র-জনতা হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

গোলাম মোস্তফা গত সপ্তাহে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় এসব তথ্য দেন ওসি মো. গোলাম মোস্তফা।

এর আগে ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট জেলার বানিয়াচং থানার সামনে ৯ জনকে গুলি করে হত্যা করা হলে মামলা হয়। 

এ মামলায় ১০ ফেব্রুয়ারি আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে তিনবারের সাবেক এমপি।

ঢাকা/মামুন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ