মেলায় গিয়ে নিখোঁজ তরুণের লাশ মিলল ধানক্ষেতে
Published: 27th, February 2025 GMT
জামালপুরের সরিষাবাড়ীতে নানার সঙ্গে মেলা দেখতে গিয়ে মমিনুল ইসলাম মমিন নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমিন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। গত বুধবার বিকালে মমিন ও তাঁর ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর নানার সঙ্গে মুশুদ্দি মাজারে মেলায় বেড়াতে যায়। বেড়ানোর সময় মমিনকে হারিয়ে ফেলেন নানা মোহাম্মদ আলী। অনেক খোঁজাখুঁজির পর মমিনকে না পেয়ে বাড়ি চলে যান তিনি। পরে বৃহস্পতিবার সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পারে ধানক্ষেতে মমিনের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানার পুলিশ।
মমিনের নানা মোহাম্মদ আলী বলেন, ‘রাতে মাজারে মেলায় গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি। সকালে জানতে পারি ঝিনাই নদীর পারে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। এসে দেখি মুমিনের লাশ।’
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
থালাবাসন ছিল বাদ্যযন্ত্র, আজম খানের গান শোনার জন্য ভিড় জমাতেন মুক্তিযোদ্ধারা
বাংলা পপ গানের সম্রাট আজম খান স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণদের। পপ গানকে লালন করেছেন, শ্রোতা তৈরি করেছেন, বাংলা এই পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে গেছেন।
মুক্তিযুদ্ধের পর বঞ্চিত মানুষের গান করতে শুরু করেন। তাঁর গানে আসতে থাকে সচেতনতা, দেশপ্রেম, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণ। নানা প্রতিকূলতার মধ্যেও চলতে থাকে তাঁর গান। সে সময় তিনি গেয়েছিলেন ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’, ‘ও রে সালেকা ও রে মালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘বাধা দিয়ো না’সহ অনেক জনপ্রিয় গান।
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আজম খানের জন্ম। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুর কাছে হার মানেন। ২০১১ সালের ৫ জুন তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। সশরীর না থাকলেও তাঁর গানগুলো আজও সমসাময়িক। এই গানগুলোই তাঁকে হাজার বছর বাঁচিয়ে রাখবে।
আরও পড়ুনঅতুলনীয় এক বন্ধু আজম খান২৮ ফেব্রুয়ারি ২০২১আজম খান