‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’ সংলাপটি ‘বরবাদ’ সিনেমার। মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটির কথা এর মধ্যেই আপনার জানার কথা। কারণ, সিনেমাটিতে যে আছেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ তারকা শাকিব খান। কবে টিজার আসবে, অন্তর্জালে এমন আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে পূর্বঘোষণামতো আজ সন্ধ্যায় প্রকাশ পেয়েছে পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ড টিজারে পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস।

আজ শাকিব খান ও প্রযোজনা সংস্থার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘বরবাদ’-এর টিজার। গত বছর ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় ভিন্ন এক শাকিব খানকে দেখেছিলেন দর্শকেরা। নতুন ছবির টিজার দেখে তাঁদের প্রত্যাশা যেন আরও বেড়ে গেছে।

‘বরবাদ’–এ শাকিব খান। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরব দ

এছাড়াও পড়ুন:

লালপুরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ করে লালপুর উপজেলা জামায়াত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা জামায়াতের আয়োজনে শ্রীসুন্দরী হাইস্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২২ ঘণ্টা আগে

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল ওহাব। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ হাফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়েছে এবং শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, কিন্তু এখনো তারা আইনের আওতায় আসেনি। বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। ঈদের নামাজ শেষে আওয়ামী ক্যাডার বাহিনী বিএনপি কর্মীদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

সম্পর্কিত নিবন্ধ