আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান। দলের এই ব্যর্থতার মাঝেই ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকেই ছিটকে যান ওপেনার ফখর জামান। এরপরই গুঞ্জন ওঠে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফখর নিজেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে (দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে) ফখরকে ফেরানো হয় জাতীয় দলে। স্বাগতিকরা আশা করেছিল, তিনি পুরো টুর্নামেন্ট খেলবেন। কিন্তু উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই চার বাঁচাতে গিয়ে সাইড স্ট্রেইনের চোট পান তিনি। এর ফলে কিউইদের বিপক্ষে ম্যাচটিই হয়ে যায় তার শেষ ম্যাচ।

ফখরের ইনজুরি ও দল থেকে ছিটকে যাওয়ার পরই অবসর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'অবসরের গুঞ্জন ভিত্তিহীন। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং দ্রুতই দলে যোগ দেব।'

বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ফখর জামান। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে কাজ করছেন তিনি। সামনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ঞ জন

এছাড়াও পড়ুন:

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি 

পুলিশের চার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে অবসরের আদেশ জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মনির হোসেন, রেলওয়ে পুলিশে সংযুক্ত ডিআইজি মাহবুব আলম, ঢাকা রেঞ্জে সংযুক্ত ডিআইজি আতিক ইসলাম এবং পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

আরো পড়ুন:

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


 

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি