আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান। দলের এই ব্যর্থতার মাঝেই ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকেই ছিটকে যান ওপেনার ফখর জামান। এরপরই গুঞ্জন ওঠে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফখর নিজেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে (দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে) ফখরকে ফেরানো হয় জাতীয় দলে। স্বাগতিকরা আশা করেছিল, তিনি পুরো টুর্নামেন্ট খেলবেন। কিন্তু উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই চার বাঁচাতে গিয়ে সাইড স্ট্রেইনের চোট পান তিনি। এর ফলে কিউইদের বিপক্ষে ম্যাচটিই হয়ে যায় তার শেষ ম্যাচ।

ফখরের ইনজুরি ও দল থেকে ছিটকে যাওয়ার পরই অবসর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'অবসরের গুঞ্জন ভিত্তিহীন। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি এবং দ্রুতই দলে যোগ দেব।'

বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ফখর জামান। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে কাজ করছেন তিনি। সামনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ঞ জন

এছাড়াও পড়ুন:

অবসরের সময় হয়ে গেছে—আইপিএলে ‘সুপার ফ্লপ’ রোহিতকে নিয়ে শেবাগ

এমন চলছে বছরের পর বছর। রোহিত শর্মা আইপিএলে ম্যাচের পর ম্যাচ খেলেন আর ব্যর্থ হন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচে তাঁর রান মোট ৮৪। বোঝাই যাচ্ছে ‘সুপার ফ্লপ’। আইপিএলে এমন রোহিতকে দেখে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তো বলেই দিয়েছেন, রোহিতের অবসর নেওয়ার সময় হয়ে গেছে।

আইপিএলে রোহিত ২০১৩ সালের পর কখনো এক মৌসুমে ৫০০ রান করতে পারেননি। এ সময়ে ৪০০ রানের ক্লাব ছুঁয়েছেন মাত্র ৪ মৌসুমে।

২০১৬ সালের পর থেকে ২০২৩ সালের আইপিএল পর্যন্ত ৭ মৌসুমে কখনো ৩০ গড়েও রান করতে পারেননি। এ সময়ে গড়ের হিসাবে তাঁর সেরা মৌসুম ছিল ২০২১ সালে। সেবার ১৩ ম্যাচে ২৯ গড়ে ৩৮১ রান করেছিলেন রোহিত।

রোহিতের সঙ্গে একই সময়ের ডেভিড ওয়ার্নারের তুলনা দেওয়া যেতে পারে। ২০১৩ সাল থেকে ২০২৪—এ সময়ে ওয়ার্নার আইপিএলে ৫০০–এর বেশি রান করেছেন সাতবার। বিরাট কোহলি পাঁচবার, যেখানে ২০১৬ সালে করেছেন ৯৭৩ রান। ২০২৩ সালে ৬৩৯, গত বছর ৭৪১ রান।

আর ১০টা বল নাও, কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও। বারবার ও ব্যাক-অব-দ্য-লেংথ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে। তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে, এক ইনিংসে ও একবারও পুল শট খেলবে না।ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ

আইপিএলে স্ট্রাইক রেটও কখনোই আহামরি ছিল না রোহিতের। আইপিএল ক্যারিয়ারে রোহিত সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন গতবার—১৫০।

রোহিতকে নিয়ে প্রশ্ন উঠছে এ কারণেই। কাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের ৪ উইকেটে জয়ের ম্যাচে ২৬ রানে আউট হওয়া রোহিতকে নিয়ে ক্রিকবাজে শেবাগ বলেছেন, ‘রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত ভক্তদের, যা মনে রাখার মতো হয়—এমন কিছু যা মানুষকে ভাবায়, ‘ওকে এখন বাদ দিচ্ছে না কেন?’

রোহিতের পরিসংখ্যান তুলে ধরে শেবাগ বলেছেন, ‘যদি আপনি গত ১০ বছরে রোহিতের আইপিএলের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন ও মাত্র একবারই ৪০০ রানের বেশি করেছে। অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে ৫০০ বা ৭০০ রান করতেই হবে। কিন্তু যদি রোহিত ভাবে, তাহলে হয়তো করতেও পারে। যখন ও ভারতের অধিনায়ক হয়, তখন বলেছিল সে এমন একজন খেলোয়াড় হতে চায় যে পাওয়ারপ্লেতে সুযোগ নেবে, ঝুঁকি নেবে—সব আত্মত্যাগ নিজে করতে চায়। কিন্তু সে এ বিষয়টা বিবেচনা করছে না, যখন নিজে পারফর্ম করছে না, তখন ওর নিজের লিগ্যাসিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ

সম্পর্কিত নিবন্ধ

  • বাবার চেক বুঝে নিতে এফডিসিতে হৃদয়
  • এবার ইনজুরিতে কতদিনের জন্য ছিটকে গেলেন নেইমার? 
  • শরীরের যেমন সীমা আছে, তেমনি মনেরও ক্লান্তি আছে: সোহেল রানা
  • শরীরের যেমন সীমা আছে, তেমনি মনেরও ক্লান্তি আছে
  • অভিনয়কে বিদায় সোহেল রানার, করবেন না সক্রিয় রাজনীতি
  • অভিনয়কে বিদায় জানালেন সোহেল রানা,করবেন না সক্রিয় রাজনীতি
  • অবসরের সময় হয়ে গেছে—আইপিএলে ‘সুপার ফ্লপ’ রোহিতকে নিয়ে শেবাগ