স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
Published: 27th, February 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নাজমুল ইসলাম গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা র্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল (সিও) এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল (সিও) এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অত্র মামলার ভিকটিম আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশুনার পাশাপাশি চাকুরি করতো। ভিকটিম আসামির বাড়িতে থাকা অবস্থায় মো.
এসময় আসামিরা ভিকটিমের স্বামীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে একই তারিখ দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার ১নং আসামি ও ২নং আসামিদ্বয় ভিকটিমের ভাড়াটিয়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে আসামির মোবাইলে থাকা ভিকটিমের স্বামীকে হত্যাচেষ্টার ভিডিও ভিকটিমকে দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বর্ণিত ঘটনার বিষয়ে কাউকে কিছু প্রকাশ করলে আসামিরা তার স্বামীকে খুন করবে বলে হুমকি প্রদান করেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, বুধবার সকালেই হল ত্যাগের নির্দেশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভা থেকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
এদিকে আজ দুপুরে পূর্বঘোষণা অনুযায়ী, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনে আবারও তালা লাগাতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের সঙ্গে কথা বলার পর তাঁরা তালা না লাগিয়ে সেখান থেকে ফিরে যান।