আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার
Published: 27th, February 2025 GMT
নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ফর অল উইমেন অ্যান্ড গার্লস: রাইটস, ইক্যুয়ালিটি, ইম্পাওয়ারমেন্ট’
নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.
আরো পড়ুন:
রাবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
‘নারী’ কোনো দুর্বল শব্দ নয়
নারীর ক্ষমতায়ন নিশ্চিত এবং নারী-পুরুষ বৈষম্য দূর করতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশের শ্রমবাজারে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণের হার অনেক কম। শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শ্রমবাজারে নারী-পুরুষ অংশগ্রহণের কাঠামোগত পরিবর্তন আনা দরকার।”
বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক রোকেয়া চেয়ার হিসেবে নিয়োগ পাওয়ায় বিভাগের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাবকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদকে সামনে রেখে চট্টগ্রামে র্যাবের কঠোর নিরাপত্তা কার্যক্রম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম র্যাব-৭ কঠোর নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে।
ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে যেতে পারে সে লক্ষ্যে র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি নগরীর প্রধান ঈদ জামাত মাঠ পরিদর্শন করেন এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
র্যাব-৭ অধিনায়ক জানান, ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে চট্টগ্রামের অলংঙ্কার, একে খাঁন বাসস্ট্যান্ড, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
এছাড়াও বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি কিংবা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালানা করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে র্যাব দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে।
এছাড়া ঈদ পরবর্তী র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়ক ও মহল্লায় ছিনতাই, চুরি, ডাকাতি, দস্যুতা ও যে কোন ধরনের অনাকাঙ্খিত অপরাধ প্রতিরোধেও বিশেষ টহল ব্যবস্থা অব্যাহত থাকবে।
অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ছাড়াও বিভিন্ন অপরাধী চক্রকে প্রতিহত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনানুগ ব্যবস্থা।
ঈদ জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা-হামলা, যেকোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য ও গুজব প্রতিরোধ করতে র্যাব-৭ প্রস্তুত রয়েছে। এছাড়াও ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কেউ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন উদ্বুব্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৭ এর পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।
র্যাব জানিয়েছে ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এবারের ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকল্পে র্যাব-৭ এর সর্বোচ্চ সচেষ্ট অব্যাহত থাকবে।
ঢাকা/রেজাউল/এস