গণতান্ত্রিক ছাত্র সংসদে রশীদের পদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাঈম
Published: 27th, February 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশীদ। পাশাপাশি সিনিয়র সংগঠক পদে এসেছেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পরে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।
আরো পড়ুন:
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ, কারণ জানালেন রিফাত
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এর আগে, বুধবার সংগঠনটির আত্মপ্রকাশের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর উত্তরা কমিটির সদস্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হাতাহাতি ও মারধরে জড়ান। তাদের একদল রিফাত রশীদকে সংগঠনের শীর্ষ পদে পদায়নের দাবি জানান। একইসাথে তারা কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না হওয়ার অভিযোগ করেন।
হাতাহাতি ও মারধরের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করেছে এই সংগঠন।
কমিটির মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাঈম আবেদীন।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস য স গঠন
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার তিন নেতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধ সদর থানায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামি করে মামলাটি হয়। এতে বাদী হয়েছেন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সদস্য সচিব আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা আহত, থানা ঘেরাও
বগুড়া যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, আহত ১
হামলার প্রতিবাদে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে
এদিকে, হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা পরিকল্পিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিদুর ইসলাম তালুকদার বলেন, “বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার পরপরেই অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সুমন, কিরণ ও নাজমুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের বাড়ি শহরের বিভিন্ন মহল্লায়।”
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায় একদল সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীদের ছুরিকাঘাতে সংগঠনটির গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ন সদস্য সচিব শেফাউর রহমান শিপন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহীনির সদস্যরা সদর হাসপাতালে যান।
হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টার দিকে গাইবান্ধা সদর থানা ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ঢাকা/মাসুম/মাসুদ