বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বিশেষ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘রোড টু এআই অলিম্পিয়াড’ শীর্ষক এ কর্মশালায় শিক্ষার্থীদের এআই অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রস্তুতিমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) আয়োজনের আগে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরি করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ অলিম্পিয়াডে অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ দলের দলনেতা অধ্যাপক বি এম মাইনুল হোসেন, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, শিক্ষক অ্যানথনি প্রিন্স কোস্টা ও দিপক কুমার সরকার।

কর্মশালার কারিগরি সেশন পরিচালনা করেন গত বছর আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে রৌপ্যজয়ী সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং ব্রোঞ্জজয়ী একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ। তাঁরা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।

পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।

তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ