চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরেছিল বাংলাদেশ। বিব্রতকর ব্যাটিং পারফরম্যান্সে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্বে বাজে বিদায় ঘণ্টা। তবে খালি হাতে ফিরছে না নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির বদৌলতে ১ পয়েন্ট নিয়ে এবার দেশের বিমান ধরবেন তারা।

কেন এমন পারফরম্যান্স? জয়তো দূর, লড়াকু মানসিকতাও দেখাতে পারেনি নিজেদের সবচেয়ে ফেবারিট সংস্করণে! এই নিয়ে রাইজিংবিডির আলাপ হয় সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে।

এমন জঘন্য পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে পাইলট শুরুতেই বলেন, প্রস্তুতির ভিষণ ঘাটতি, “পরিকল্পনার অভাব এবং কোয়ালিটি ক্রিকেটারের অভাব।”

আরো পড়ুন:

১৩ বছর পর…

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাচ্ছি’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরার আগে মাত্র সপ্তাহ খানেক সময় পায় বাংলাদেশ। তার আগে লম্বা সময় ধরে সব ক্রিকেটার ব্যস্ত ছিল বিপিএলে, টি-টোয়েন্টি সংস্করণের খেলায়। তড়িগড়ি করে এই অনুশীলন সেশন পর্যাপ্ত ছিল না শান্তদের জন্য। কোচের সঙ্গে এবার পাইলটও এটিকে সামনে আনছেন। 

“সবাই টি-টোয়েন্টি খেলছে। তাছাড়া এবার মানসম্পন্ন বিদেশি ছিল না বিপিএলে। এক সংস্করণ থেকে আরেক সংস্করণে এসেই পারফর্ম করবে এমন ক্রিকেটার নেই আমাদের। প্রস্তুতিটা আরও ভালো হতে পারতো।”

এই যে ক্রিকেটাররা অপ্রস্তুত ছিল এতে পাইলট দোষ দেখছেন ম্যানেজমেন্টের। তার প্রশ্ন, বোর্ড কেন এই সময়ে ওয়ানডে সিরিজের আয়োজন করেনি। সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সিরিজ খেললে নিশ্চিত ভাবে নিজেদের দূর্বলতা ধরা পড়তো বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

“যখন বিগ ব্যাশ চলছিল তখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিল সিরিজে। আমাদের কেন হয়নি? এখানে পরিকল্পনার অভাব রয়েছে। সঠিক পরিকল্পনা হলে পারফরম্যান্স আরও ভালো হতো।”

ভারত-নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই আড়াইশ রান করতে পারেনি। ভারতের বিপক্ষে ২২৮ ও কিউইদের বিপক্ষে ২৩৬ রানে থামে লাল সবুজের দল। পাইলটের মতে বাংলাদেশের সামর্থ্য এমনই।

দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের প্রসঙ্গ আসলে পাইলট পালটা প্রশ্ন করেন তাদের বিকল্প কই? “কাকে নেবে? আমাদের প্লেয়ার আছে? আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে কি ক্রিকেটার উঠে আসে? আমাদেরতো এসব ঠিক নেই। ক্রিকেটারদের কার কি কর্তব্য সেটি সম্পর্কে তারা নিজেরাও জানে না। এভাবে চললে ফল এমনই হবে।”
অধিনায়ক শান্তও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। অধিনায়ক হিসেবে কি ব্যর্থ শান্ত? এমন প্রশ্নে সাবেক এই ক্রিকেটার বলেন, “শান্তর জায়গায় ধোনি নেতৃত্ব দিলেও কোনো লাভ হবে না। শান্তর একার কোনো দোষ নেই। এই পর্যায়ে লড়াইয়ে মানসিকতা নেই কারও। সবাইকেই অবদান রাখতে হবে, পারফর্ম করতে হবে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রফরম য ন স স স করণ আম দ র প ইলট

এছাড়াও পড়ুন:

ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডকে শীর্ষে তুললেন হামজা

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর তিনি ঢাকায় ফিরে এলেও বৃহস্পতিবার উড়াল দেন ইংল্যান্ডে। ফেরার পরই তার দল শেফিল্ড ইউনাইটেড ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগের শীর্ষে উঠে গেছে শেফিল্ড।  

শেফিল্ডের হয়ে গোল করেছেন গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল ও রিয়ান ব্রুস্টার। কভেন্ট্রির একমাত্র গোলটি এসেছে জ্যাক রুডোনির পা থেকে। যদিও গোল বা অ্যাসিস্ট না পেলেও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরী।  

৮৯ মিনিট মাঠে থেকে শেফিল্ডের মিডফিল্ড নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে তিনটি সফল পাস দিয়েছেন, তিনটি লং বলের মধ্যে দুটি ছিল নিখুঁত। দুটি ট্যাকলে শতভাগ সফল ছিলেন, প্রতিপক্ষের সঙ্গে তিনটি ডুয়েলের মধ্যে দুটিতেই জয়ী হয়েছেন। পুরো ম্যাচে কেউ তাকে ড্রিবল করে পেরোতে পারেনি। শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকেরা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।  

ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব হামজার পারফরম্যান্সকে ৭.৫ রেটিং দিয়েছে। তবে পরিসংখ্যান ছাড়াও মাঠে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো।  

এই জয়ের ফলে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেছে শেফিল্ড ইউনাইটেড। এতে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথ আরও সুগম হলো তাদের জন্য। শেফিল্ডের পরবর্তী ম্যাচ আগামী ৫ এপ্রিল অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়
  • ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক
  • ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডকে শীর্ষে তুললেন হামজা