Prothomalo:
2025-02-27@17:19:30 GMT

নগদের প্রশাসক পদত্যাগ করেছেন

Published: 27th, February 2025 GMT

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এ কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন। তিনি অফিস করছেন না। ১২ ফেব্রুয়ারি তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

গতকাল নগদ কার্যালয়ে গেলে জানা যায় মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করছে না। যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে আছেন। এরপর বাংলাদেশ ব্যাংকের খোঁজ নিয়ে জানা যায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তিনি সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছে বাংলাদেশ ব্যাংক। নগদের কার্যক্রম সম্পর্কে ধারণা আছে, এমন উপযুক্ত কর্মকর্তা খোঁজা হচ্ছে বলে জানা গেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদের প্রশাসক পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা এখনো গ্রহণ করা হয়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদে নানা অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র ইতিমধ্যে ধরা পড়েছে। এ জন্য পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে উঠেছেন।

চলতি মাসের শুরুতে নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ তৈরি করেছে, এমন অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন (নম্বর ০২)। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুননগদের প্রশাসক দুর্বৃত্তদের হামলায় আহত১২ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত পদত য গ নগদ র

এছাড়াও পড়ুন:

বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিন ব্যাপী বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলাস্থ উল্লেখিত ফ্যাক্টরী প্রাঙ্গনে এ ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়।

ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উল্লেখিত প্রতিষ্ঠানের এমডি শফিকুল ইসলাম সরকার, পরিচালক ইসহাক খান, পরিচালক ফারহানা এইচ সরকার ও ইডি  মাসুম বিশ্বাস, উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান ও ডিজিএম এ,কে,এম সোহেল রানা প্রমুখ। ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে মালিক ও শ্রমিকদের  মিলন মেলা ঘটে।  অনুষ্ঠানে ফ্যাক্টরী মালিক শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যরা সারা দিন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে দিনটিকে স্মরনীয় করে রাখে।

সম্পর্কিত নিবন্ধ