বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের
Published: 27th, February 2025 GMT
পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার টিজার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৭টায় মুক্তি পায় এটি। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ৪৪ সেকেন্ড। টিজারের শুরুতে সারি সারি অস্ত্রের প্রদর্শন করেছেন নির্মাতা। তারপর দেখা মেলে ক্ষুব্ধ মিশা সওদাগরের। এরপর মাদকাসক্ত শাকিব খানের উপস্থিতি। পরের দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীর গগনবিদারী চিৎকারে কেঁপে উঠে পর্দা।
টিজার এগিয়ে যায়, রহস্য ঘনীভূত হতে থাকে। প্রতিবাদেমুখর সাধারণ জনগণ। উত্তাল রাজপথ। শুরু হয় শাকিব খানের ধুন্ধুমার অ্যাকশন। সামনে আসেন ক্ষোভের আগুনে পোড়া শাকিব। প্রতিপক্ষের রক্ত নিয়ে হলি খেলায় মেতে উঠেন এই নায়ক। শাকিবের এ রূপ খানিকের জন্য বদলে যায়, যখন ইধিকা পাল হাজির হন। ঘনীভূত হয় এ জুটির প্রেম। আবার সারি সারি লাশ। লাশের পাশ থেকে উঠে দাঁড়ান ঠান্ডা মস্তিষ্কের যীশু সেনগুপ্ত। পুরো টিজারে শাকিবের লুক, অভিব্যক্তি ও রোমান্স মনে ধরেছে তার ভক্ত অনুরাগীদের।
আরো পড়ুন:
আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
আহত সাইফ আলী খানকে দেখতে মুম্বাইয়ে শাকিব?
মন্তব্যের ঘরে একজন লেখেন, “বিশ্বাস হচ্ছে না, বাংলা সিনেমার টিজার দেখছি। লাভ ইউ বস।” আরেকজন লেখেন, “আমাদের সুপারস্টার। বরবাদের টিজার দেখে বিস্মিত।” অন্য একজন লেখেন, “বরবাদ আমার হৃদয় কেড়ে নিয়েছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র বরব দ
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ভিড়ের চাপে ৩ পুণ্যার্থীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর মেলায় তীর্থযাত্রা আসা তিন পুণ্যার্থী ভিড়ে চাপা পড়ে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টা ও বেলা ১টার দিকে চন্দ্রনাথ মন্দিরের সামনে পুণ্যার্থীদের মৃত্যু হয়। নিহতদের দুইজনই নারী।
নিহতদের একজনের নাম বান্টু দাস (৫০)। তিনি চট্টগ্রাম জেলার চকরিয়া থানার বাসিন্দা। এছাড়া অপর দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের একজন পঞ্চাশোর্ধ নারী ও একজন কিশোরী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ধারণা করা যাচ্ছে ভিড়ের চাপে তাদের মৃত্যু হয়েছে।
কলি যুগের আদি তীর্থ নামে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলার দ্বিতীয় দিন আজ এবং পূণ্য তিথি। বুধবার সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে শুরু হয়ে তিথি থাকবে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। এ সময়ে কয়েক লাখ পূণ্যার্থীর সমাগম ঘটে চন্দ্রনাথ ধামে।
পূণ্যার্থীরা যেন নিরাপদে তীর্থ দর্শন ও পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন সে লক্ষ্যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি মেলা কমিটির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সীতাকুণ্ড মোহন্ত আস্তানায় আশ্রয় নেওয়া সচন্দা দাশ এক পূণ্যার্থী বলেন, বরিশাল থেকে পরিবারের সাথে এসেছি। বুধবার শিবচতুর্দশী তিথি শুরু হলে ব্যাসকুন্ডে পুণ্যস্নান শেষে মন্দিরে পূজা ও তীর্থদর্শন করে মনের আশা পূরণ করতে চাই।
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, দেশ-বিদেশ থেকে আগত পূণ্যার্থীদের তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে আমরা প্রশাসনের সহযোগিতা করছি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এই সময়ে সর্বাধিক ভক্তের আগমনের বিষয়টি মাথায় রেখে প্রশাসন ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফকরুল ইসলাম বলেন, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।