সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা নিয়ে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এসেছে ‘ইসি ডেইলি চিনিগুঁড়া চাল’ ও ‘ইসি ডেইলি মসুর ডাল’। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইস্ট কোস্ট সেন্টারে ইসি ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, এক কেজির চমৎকার প্যাকেজিংয়ে ইসি ডেইলি চিনিগুঁড়া চাল এবং এক কেজি ও ৫০০ গ্রামের সুদৃশ্য প্যাকেটে ইসি ডেইলি মসুর ডাল পাওয়া যাচ্ছে বাজার, দোকান, সুপারশপসহ অনলাইন প্ল্যাটফর্মে। 

দৈনন্দিন জীবনের সবচেয়ে পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বক্তব্য রাখেন ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর চৌধুরী।

বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য ভালো মানের খাদ্যপণ্য সরবরাহে ইসি ডেইলির সব পণ্যে শতভাগ বিশুদ্ধতা, খাঁটি মান এবং সহজলভ্যতার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

ইসি ডেইলি বর্তমানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের পণ্যসম্ভারের লাইনে তৃতীয় সংযোজন। ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০২৩ সালে ইসি অর্গানিক সানফ্লাওয়ার অয়েলের মাধ্যমে তা আরও বিস্তৃত হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের অংশ হিসেবে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড দেশের মানুষকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে তাদের পণ্যসম্ভার আরও সমৃদ্ধ ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর মুনিয়া খানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে: অর্থ উপদেষ্টা 

আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোজার পর মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। 

রোজা সামনে রেখে অর্থ উপদেষ্টার কাছে মানুষকে আশ্বস্ত করার মতো কোনো খবর আছে কি না? এ প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের কাছে আশ্বস্ত করার খবর হলো, আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে নিত্যপ্রয়োজনীয়... রোজা ছাড়াও মানুষের কনজাম্পশন প্যাকেজে যে জিনিসগুলো আছে, সেগুলো এনসিউর করতে। সেজন্য আমরা নিরলসভাবে চাল, ডাল, চিনির সরবরাহ নিশ্চিত করছি। এখন তো চিনির দাম অনেকটাই রিজনেবল অবস্থায় এসেছে। আমরা চেষ্টা করছি বাকিগুলো যাতে রিজনেবল দামে আসে। প্রথমত সরবরাহটা নিশ্চিত করা। সরবরাহ নিশ্চিত করলে অনেক সময় সঠিক দামে ভোক্তারা পায় না। এখানে আবার মার্কেট ডায়নামিকস আছে।”

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • যমুনা সার কারখানার উৎপাদন শুরুর চার দিনের মাথায় আবার বন্ধ
  • পণ্য লোডের পর লাইটার জাহাজকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দর ছাড়ার নির্দেশ
  • পণ্যবাহী জাহাজ ৭২ ঘণ্টার বেশি চট্টগ্রাম বন্দরে থাকতে পারবে না
  • রমজানের বাজারে বড় অস্বস্তি ভোজ্যতেলে
  • কুয়েটের হলে পানি-ওয়াইফাই বন্ধের অভিযোগ
  • বিরল খনিজ নিয়ে চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইউক্রেন
  • পাইপলাইনে রান্নার গ্যাস আসছে কলকাতায়
  • তাঁতিদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কার করা হবে: বাণিজ্য উপদেষ্টা
  • রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে: অর্থ উপদেষ্টা