বাজারে এলো ইসি ডেইলির চিনিগুঁড়া চাল ও মসুর ডাল
Published: 27th, February 2025 GMT
সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা নিয়ে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এসেছে ‘ইসি ডেইলি চিনিগুঁড়া চাল’ ও ‘ইসি ডেইলি মসুর ডাল’। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইস্ট কোস্ট সেন্টারে ইসি ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এক কেজির চমৎকার প্যাকেজিংয়ে ইসি ডেইলি চিনিগুঁড়া চাল এবং এক কেজি ও ৫০০ গ্রামের সুদৃশ্য প্যাকেটে ইসি ডেইলি মসুর ডাল পাওয়া যাচ্ছে বাজার, দোকান, সুপারশপসহ অনলাইন প্ল্যাটফর্মে।
দৈনন্দিন জীবনের সবচেয়ে পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বক্তব্য রাখেন ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর চৌধুরী।
বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য ভালো মানের খাদ্যপণ্য সরবরাহে ইসি ডেইলির সব পণ্যে শতভাগ বিশুদ্ধতা, খাঁটি মান এবং সহজলভ্যতার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
ইসি ডেইলি বর্তমানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের পণ্যসম্ভারের লাইনে তৃতীয় সংযোজন। ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০২৩ সালে ইসি অর্গানিক সানফ্লাওয়ার অয়েলের মাধ্যমে তা আরও বিস্তৃত হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের অংশ হিসেবে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড দেশের মানুষকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে তাদের পণ্যসম্ভার আরও সমৃদ্ধ ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর মুনিয়া খানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের শুল্কযুদ্ধে চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িংয়ের উড়োজাহাজ
চীনের আকাশসেবা সংস্থার জন্য বানানো নতুন একটি বোয়িং উড়োজাহাজ গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির ঘরে ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র আর চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও চলমান বাণিজ্যযুদ্ধের শিকার হয়ে উড়োজাহাজটিকে ফিরতে হলো।
প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্সের খবর, বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে প্রতিষ্ঠানটির অবতরণক্ষেত্রে নেমেছে। উড়োজাহাজটি চীনা আকাশসেবা প্রতিষ্ঠান জিয়ামিনএয়ারের জন্য বানানো হয়েছিল। সেটার গায়ে জিয়ামিনএয়ারের নাম লেখা ও তকমা রয়েছে।
আরও পড়ুনবাণিজ্যযুদ্ধে ট্রাম্প নাকি চিন পিং—কে আগে হার মানবেন১৮ এপ্রিল ২০২৫প্রায় ৫ হাজার মাইলের (৮ হাজার কিলোমিটার) ফিরতি যাত্রায় উড়োজাহাজটি গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার জন্য থেমেছিল। চীনা প্রতিষ্ঠানটিতে সরবরাহের জন্য চীনে বোয়িংয়ের ঝৌশান কেন্দ্রে শেষ কাজ হতে থাকা কয়েকটি ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের মধ্যে এটি একটি।
এ মাসে চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর জবাবে চীনের পক্ষ থেকে মার্কিন পণ্যে আরোপ করা হয় ১২৫ শতাংশ আমদানি শুল্ক। উড়োজাহাজ পরিবহনবিষয়ক পরামর্শদাতা সংস্থা আইবিএ জানিয়েছে, ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন একটি উড়োজাহাজের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার। এর শুল্ক চীনা উড়োজাহাজ সংস্থাকে পঙ্গু করে দেওয়ার মতো।
আরও পড়ুনচীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প১৮ এপ্রিল ২০২৫তবে কোন পক্ষের সিদ্ধান্তে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরল, সেটা নিশ্চিত নয়। বোয়িংয়ের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। জানতে চেয়ে যোগাযোগ করলে জিয়ামিনএয়ারও কোনো জবাব দেয়নি। আকাশযানশিল্পটি কয়েক দশক ধরে শুল্কমুক্ত অবস্থায় ছিল। পাল্টাপাল্টি শুল্কের জেরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন এটা নতুন উড়োজাহাজ সরবরাহে বিঘ্ন ঘটার সর্বশেষ লক্ষণ।
বিশ্লেষকেরা বলছেন, শুল্ক পরিবর্তন নিয়ে বিভ্রান্তি অনেক ক্ষেত্রে উড়োজাহাজ সরবরাহকে স্থবির করে দিতে পারে। বেশ কিছু উড়োজাহাজ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) বলেছেন, তাঁরা বাড়তি শুল্ক দেওয়ার বদলে বরং আপাতত উড়োজাহাজ সরবরাহ স্থগিত রাখবেন।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের শুল্কের কারণে প্রবৃদ্ধি কমলেও বৈশ্বিক মন্দার ঝুঁকি নেই: আইএমএফ১৮ এপ্রিল ২০২৫