পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা বাজার কাজী খোরশেদ প্লাজার সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সর্বজনীন ঐক্য ফোরাম।

সংগঠনের সভাপতি এম. সোহাগ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন শাওন এর উপস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সর্বজনীন ঐক্য ফোরামের উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন, শামসুল আলম, বাবলু মিয়া, রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইউসুফ মিয়া ও অন্যান্য দায়িত্বশীলরা ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।

অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা।

সংগঠনটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: রমজ ন ন র য়ণগঞ জ ইফত র ব তরণ ইফত র

এছাড়াও পড়ুন:

ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে তুর্কি অধ্যাপকের সাক্ষাৎ

তুরস্কের কোক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতের আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ঢাবি ও কোক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন। এছাড়া ঢাবি ও কোক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনলাইন সেমিনার আয়োজন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

তুরস্কের অধ্যাপক ড. হাকান উরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ঢাবিতে আগমণ এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ