ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতল মিডিয়াকম
Published: 27th, February 2025 GMT
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপের আয়োজনে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের অষ্টম সংস্করণে একক বিজ্ঞাপনী সংস্থা হিসেবে এবার সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছে স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ১০টি অ্যাওয়ার্ড পেয়েছে এই বিজ্ঞাপনী সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‘বেস্ট ইউজ অফ ডিসপ্লে’ ক্যাটেগরিতে ইস্পাহানি মির্জাপুর চায়ের জন্য দুটি এবং রাঁধুনীর জন্য একটি অ্যাওয়ার্ড জিতেছে মিডিয়াকম।
‘বেস্ট ইউজ অফ ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স’ ক্যাটেগরিতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা এবং টফির জন্য একটি করে মোট দুটি পুরস্কার লাভ করেছে। এছাড়াও টফির জন্য ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ফর ওটিটি প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে পেয়েছে আরও একটি।
বিকাশের কমিউনিটি বেইজড প্ল্যাটফর্ম আমার বিকাশের জন্য মিডিয়াকমের ‘প্রেমের বিকাশ’ ক্যাম্পেইনটিও তিনটি ভিন্ন ক্যাটাগরি ‘বেস্ট ইউজ অফ ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট কন্টেন্ট মার্কেটিং’ এবং ‘বেস্ট ইউজ অফ টিকটক’-এ আলাদাভাবে তিনটি পুরস্কার জিতেছে।
ডিজিটাল বিজ্ঞাপনী প্রচারণায় মিডিয়াকমের এই সাফল্যে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু বলেন, ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে মিডিয়াকমের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন, আশা করি সামনের দিনেও এই সাফল্য অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, শর্ট লিস্টিং এবং গ্র্যান্ড জুরি এই দুই পর্যায়ে বাছাই শেষে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২৪টি ক্যাটেগরিতে ডিজিটাল বিজ্ঞাপন জগতের ৭৪টি সেরা কাজকে পুরস্কৃত করা হয়। এ বছর পুরস্কারের জন্য সর্বমোট ১ হাজার ৫৭টি মনোনয়ন জমা পড়ে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে উচসিং মারমা (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেথাক পাড়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালের দিকে এক দল বন্য হাতি খাদ্যর সন্ধানে যায়। এ সময় স্থানীয় লোকজন হাতির পালকে তাড়াতে যায়। এতে বন্য হাতির আক্রমণে শিকার হয়ে উচসিং মারমা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক জানান, এলাকায় বন্য হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হয়ে উচসিং মারমা মারা গেছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, হাতির আক্রমণের শিকার হয়ে এক ব্যক্তি মারা গেছেন।