সোনারগাঁয়ে একটি ক্রিকেট টূর্ণামেন্টের নামে আওয়ামী লীগ নেতাদের মিলনমেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।  

জানা গেছে, আগামী ১ লা মার্চ সোনারগাঁ ঈশাখাঁ একাদশ ক্লাবের  উদ্যোগে আয়োজিত মাষ্টার্স কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা'কে কেন্দ্র করে একটি দাওয়াতি কার্ড করা হয়। যেখানে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামী একাধিক আ'লীগ নেতাদের অতিথি হিসেবে নাম দাওয়ার করা হয়েছে৷  

এর মধ্যে সাবেক কথিত যুবলীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজাকারের সন্তান হিসেবে খ্যাত আবু নাঈম ইকবাল ও তার বড় ভাই সোনারগাঁ উপজেলা আ'লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের ফজলে রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নাজমুল হাসান মানিক ওরফে কালা মানিক, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন, পৌর আ'লীগের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বিপ্লব, নীলৎপল রায়, শরীফসহ আরও কয়েকজন'কে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে দাওয়াত করা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃবৃন্দ। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, ৫ ই আগষ্টের পর স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় উপরোক্ত নেতারা গাঁ-ডাকা দিয়ে আত্মগোপনে রয়েছে। বর্তমানে তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্প্রতি দিতির মেয়ের উপর হামলায় অভিযুক্ত প্রধান মোশাররফ হোসেন খেলার নাম করে আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে পূনরায় পূর্নবাসনের জন্য পায়তারা করছে। 

তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, পুরো পৌরসভায় তিনি অঘোষিত সরকার হিসেবে একচ্ছত্র রাজত্ব করছেন। সম্প্রতি জমি দখলের অভিযোগ এনে অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরীকেও হত্যার উদ্দেশ্যে তার উপস্থিতিতে ৫০-৬০ জনের একটি দল সন্ত্রাসী হামলা করে।

বিষয়টি নিয়ে লামিয়া চৌধুরী তার ছবি দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য খেলার নাম করে এসব হেভিওয়েট আ'লীগ নেতাদের থেকে অর্থ নিয়ে প্রশাসনের গ্রেপ্তার এড়াতে মূলত এ পরিকল্পনা করেছেন তিনি। আমরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এসব নেতাদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।  

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, সোনারগাঁয়ের ঈসাখাঁ ক্লাব কর্তৃক আয়োজিত  টুর্নামেন্টের সভাপতি হিসেবে তাকে দাওয়াত করা হয়েছে। কার্ড করার পূর্বে দেখানো হলেও ব্যস্ততার কারণে তেমনভাবে যাচাই না করেই অনুমতি প্রদান করেছেন৷
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ আওয় ম ল গ কর ছ ন উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় বে‌ড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লা‌বিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোল‌পেটুয়া নদীর বে‌ড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লা‌বিত হয়েছে। কয়েক শত মৎস‌্য ঘের পানিতে ভেসে গেছে। 

হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঈদের আনন্দ গ্রামবাসীর নিরানন্দে পরিণত হয়েছে। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

সোমবার (৩১ মার্চ) বেলা সা‌ড়ে ৯টার দি‌কে আশাশুনি উপ‌জেলার বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় দেড়শত ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীরগর্ভে বিলীন হয়ে যায়।

আরো পড়ুন:

গঙ্গা পানি চুক্তি নবায়ন: ভারত যাচ্ছে বাংলাদেশের দল

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ৪৫ ভাগ শেষ হয়নি

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নজরুল ইসলাম জানান, সকালে তারা ঈদের নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন। নামাজ শেষে জানতে পারেন, প্রায় দেড়শত ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীরগর্ভে ধ‌সে প‌ড়ে‌ছে। বিষয়টি গ্রামের মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙন পয়েন্টে যেতে বলা হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা ক‌রে। দীর্ঘ সা‌ড়ে তিন ঘণ্টা চেষ্টা ক‌রেও শেষ রক্ষা হয়‌নি। সা‌ড়ে ১১টার দি‌কে প্রবল জোয়া‌রের তো‌ড়ে বা‌ধের অব‌শিষ্টাংশ ভে‌ঙে গি‌য়ে লোকাল‌য়ে পা‌নি ঢুক‌তে শুরু ক‌রে।

স্থানীয়রা জানান, ইতোম‌ধ্যে বিছট, বল্লবপুর, নয়াখালী, আনু‌লিয়াসহ আশপা‌শের কয়েকটি গ্রা‌মে পা‌নি ঢুকে‌ছে। শত শত মৎস‌্য খামার ভে‌সে গে‌ছে। দ্রুততম সম‌য়ে বাঁধ বাধ‌তে না পার‌লে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লা‌বিত হ‌তে পা‌রে।

স্থানীয় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, বিছট গ্রামে বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বেড়িবাঁধের প্রায় দেড়শত ফুট নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীকে হ‌য়ে‌ছে। পাউবোর লোকজন ঈদের ছু‌টি‌তে। তারা ফেরার চেষ্টা কর‌ছেন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবে) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বেড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। দ্রুত পদ‌ক্ষেপ নেওয়া হ‌চ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ