কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের
Published: 27th, February 2025 GMT
ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দাউদ হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের তালেশ্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গোবরডাঙ্গা গ্রামের ওমর আলী জানান, বেলা ৩টার দিকে কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরে যাচ্ছিলেন শিক্ষক দাউদ হোসেন। পথে তালেশ্বর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ঝ ন ইদহ
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা সুমন বহিষ্কার
নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাকর্মীর কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার বিষয়ে যুবদলের নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের বিষয়টি সত্য।
উল্লেখ্য, নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু তাহের মোহাম্মদ মুসাসহ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা গত বুধবার নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ করেন জেলা প্রশাসক বরাবর।