রংপুর-রাজশাহীতে ওয়ালটন ব্যাটারির ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম
Published: 27th, February 2025 GMT
উত্তরবঙ্গের রংপুর এবং শিক্ষানগরী রাজশাহীতে ব্যাটারি ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে ওয়ালটন ব্যাটারির ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এটি ওয়ালটন ব্যাটারি আয়োজিত দ্বিতীয় ও তৃতীয় বিভাগীয় প্রোগ্রাম। প্রথম আয়োজন হয় চট্টগ্রামে।
গত রবিবার দুপুরে রংপুর শহরের ওয়েস্টার্ন কুইজিন রেস্টুরেন্ট এবং মঙ্গলবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে হয় ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম। প্রত্যেক প্রোগ্রামে প্রায় দেড় শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ানের অংশগ্রহণে ওয়ালটন ব্যাটারির পরিচিতি, সচেতনতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানগুলোতে ওয়ালটনের ব্যাটারি সম্পর্কে ব্যাটারি টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন ব্যাটারির হেড অব সেলস মো.
বাজারে এখন ওয়ালটন ব্যাটারি তিনটি ক্যাটাগরিতে পাঁচটি ব্র্যান্ড নিয়ে সফলতার সঙ্গে ব্যবসা করছে। স্মল অ্যাপ্লায়েন্সে পাওয়ার মাস্টার ও স্কাই ভোল্টজ ব্যাটারি, মোটরসাইকেলে রোড রাইডার ও হাইপার ভোল্টজ ব্যাটারি এবং অনলাইন ইউপিএসে পাওয়ার মাস্টার ব্যাটারি। বাজারে খুব শিগগিরই গ্র্যাভিটন নামে গাড়ির ব্যাটারি নিয়ে আসছে ওয়ালটন।
জোন কানেক্ট ২০২৫ প্রোগ্রামে রংপুর ও রাজশাহী ছাড়াও নওগাঁ, দিনাজপুর, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া জেলা থেকে তিন শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ান অংশ নেন। অনুষ্ঠানে ওয়ালটন ব্যাটারির বিভিন্ন টেকনিক্যাল দিক, কার্যকারিতা, দীর্ঘস্থায়িত্ব এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ঢাকা/একরাম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ন ক ন ক ট ২০২৫
এছাড়াও পড়ুন:
অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস অর্জন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) বাংলাদেশের আর্থিক খাতে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫-এ পাঁচটি বিভাগের সকল পুরস্কার অর্জন করে, যা টেকসই অর্থায়নে এর নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছে।
এর আগে, ফাইন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এ ইউসিবিআইএল দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ছয়টি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিল। এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজার উন্নয়নের অন্যতম দায়িত্বশীল চালিকাশক্তি হিসেবে ইউসিবিআইএল-কে প্রতিষ্ঠিত করেছে।
অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫-প্রাপ্ত পুরস্কারসমূহ হচ্ছে: বেস্ট অ্যাডভাইজর অ্যাওয়ার্ডস—বেস্ট বন্ড অ্যাডভাইজর; বেস্ট ইকুইটি অ্যাডভাইজর এবং বেস্ট ডিল অ্যাওয়ার্ডস—বেস্ট বন্ড; বেস্ট ইকুইটি, বেস্ট রাইটস ইস্যু।
বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সবগুলো ক্যাটাগরিতে পুরস্কার অর্জনের মাধ্যমে ইউসিবিআইএল দেশের শীর্ষস্থানীয় টেকসই অর্থায়ন সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে।
বিগত কয়েক বছরে ইউসিবিআইএল ধারাবাহিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে: টানা দুই বছর ফাইন্যান্সএশিয়া ও ইউরোমানি কর্তৃক “বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক” নির্বাচিত হওয়া এবং এশিয়ামানি, দ্য অ্যাসেট ট্রিপল এ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে একাধিক পুরস্কার অর্জন।
ইউসিবিআইএল টেকসই ও সময়োপযোগী আর্থিক সমাধানের মাধ্যমে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে টেকসই ও প্রভাবশালী বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এএ