যে শিক্ষার সাথে ধর্ম থাকবে, সে শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবে : ড. জাহাঙ্গীর
Published: 27th, February 2025 GMT
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, যে শিক্ষার সাথে ধর্ম নাই সেই শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবেনা, আর যে শিক্ষার সাথে ধর্ম থাকবে সে শিক্ষা পরকাল পর্যন্ত পৌছবে, আল্লাহতালার কাছাকাছি নিয়ে যাবে। এই প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) দেখে আমার মনে হচ্ছে ধর্মটাকে কাছে রেখে শিক্ষাটাকে নিয়ে যাচ্ছে বহন করে, এরা সফল হবেই।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেশন সেন্টারে গিয়াসউদ্দিন ইসলাম মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তোমরা একদিন মা হবে, বাবা হবে, এমন একটা সন্তান তৈরি করে যাও যে বাবা তোমাকেত অনেক দিলাম কবরে আমি যখন যাবো,তোমার মা যাবে,আমি যাবো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা পরিও বাবা। সেইটাই আমার একমাত্র পাওয়া।
বাবা, মা কম দেন না, বাবা জামা না কিনে, আপনাকে পড়িয়েছে। বিয়ে করলেন বাবা,মা কে বৃদ্ধাশ্রম দিলেন জবাবদিহি করতে হবে পরকালে। যদি বাবা,মা বৃদ্ধাশ্রমে যায় কি জবাব দিবেন আল্লাহর কাছে, প্রস্তুুত থাকেন আল্লাহতালা নিজেই প্রশ্ন করবেন তোমার বাবা,মা বৃদ্ধাশ্রমে কেন, বাবা,মা দেখাশোনা ফরজে আইন সন্তানের জন্য।
তিনি আরো বলেন, আমার সেই শিক্ষা দরকার নাই, আমার সে শিক্ষা দরকার আমি যেন বলতে পারি আমার বাবা,মা কে। আমি যেন নামাজ পড়তে পারি, মুখে দোয়া করতে পারি, দোয়া পাওয়ার অধিকার আছে বাবা,মার। আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠান (গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ) আমি যে কথা গুলো বললাম তা তারা বহন করতে পারবে আমার মনে হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক ও ইমতিয়াজ রহমানসহ আরো অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ য় সউদ দ ন ইসল ম পরক ল
এছাড়াও পড়ুন:
বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি
এই মৌসুমটা দারুণ কাটছিল রইয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। তবে একটাই খুঁত ছিল, ঘরের মাঠে জিততে পারছিল না বিরাট কোহলিরা। নিজেদের ডেরায় টানা তিন ম্যাচ হারে দলটি। হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর অবশেষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে দুইশর বেশি রান করতে সক্ষম হয় এবং এক রোমাঞ্চকর জয় পায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে পায় ২০৫ রানের পুঁজি। সেই রান তাড়া করতে নেমে সুবিধাজনক জায়গা থেকেও ১১ রানে ম্যাচ হারে রাজস্থান। ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা কোহলি এই রাতে ছাড়িয়ে গেলেন বাবর আজমের একটি রেকর্ড।
বিরাট কোহলি খেলেন ৪২ বলে ৭০ রানের ইনিংস। ৩২তম বলে ফিফটি ছুঁয়ে কোহলি গড়েন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি লিগসহ সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন কোহলি। এতদিন ৬১টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এই রেকর্ড ছিল বাবরের।
আরো পড়ুন:
বেঙ্গালুরুর জন্য ঘরের মাঠ বিভীষিকা
‘ভাবিনি ১৫ বছর একসাথে খেলব’
ম্যাচ শেষে কোহলি, “আমরা ঘরের মাঠে তিনটি গড়পড়তা ম্যাচ খেলেছি এবং ব্যাটিং ইউনিটে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি যে, আমাদের কী কী ঠিক করতে হবে। আজ আমরা বোর্ডে ভালো রান তুলতে পেরেছি। আমরা অনুভব করছিলাম যে পিচটা স্কোরবোর্ডে যেরকম দেখা যাচ্ছিল, ততটা সহজ ছিল না।”
ঢাকা/নাভিদ