এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনান ইমামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 27th, February 2025 GMT
এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদে থেকে মোহাম্মদ আদনান ইমাম শেয়ার বাজারে কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মোহাম্মদ আদনান ইমাম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।
আদালত শুনানি নিয়ে মোহাম্মদ আদনান ইমামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
গত ১৫ নভেম্বর সাবেক পরিচালক আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তিনি বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান। তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়।
২০১৭ সালের ১০ ডিসেম্বর ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর পরিচালক হিসেবে যুক্ত হন আদনান ইমাম। সম্প্রতি তিনি ব্যাংকের পরিচালক পদ ছাড়েন। ব্যাংক থেকে নামে-বেনামে অর্থ বের করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনএবার এনআরবিসি ব্যাংকের পারভেজ তমাল ও আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ১৪ নভেম্বর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনআরব স
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।