কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার বাড়তি ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় এক দর্শনার্থীকে মারধর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি-সংলগ্ন কাছারিবাড়ি এলাকার মোড়ে এ ঘটনা ঘটে। ওই দর্শনার্থীর দাবি, অটোচালকেরা তাঁকে মারধর করেছেন।

মারধরের শিকার দর্শনার্থীর নাম আনোয়ার হোসেন মাসুম (৪৪)। তিনি ঝিনাইদহ সদরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা ও ঝিনাইদহ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা। তিনি শিলাইদহ ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। আজ দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাঁকে চিকিৎসা নিতে দেখা গেছে। এ সময় তাঁর পাশে ছিলেন সফরসঙ্গী অন্য দর্শনার্থীরা।

আহত আনোয়ার হোসেন বলেন, কাছারিবাড়ি থেকে কুঠিবাড়িতে যাওয়ার জন্য ২০ টাকার ভাড়া ৫০ টাকা দাবি করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এ নিয়ে চালকদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ২০ টাকা মিটিয়ে একটি ভ্যানে উঠে কুঠিবাড়ির দিকে যাচ্ছিলেন তাঁরা। কাছারিবাড়ি মোড়ে কয়েকটি ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা এসে তাঁদের পথরোধ করে। পরে অটোচালকেরা কাঠের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। চালকদের সিন্ডিকেটের কারণে দর্শনার্থীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।

ঝিনাইদহ প্রথম আলো বন্ধুসভার আরেক উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, প্রথম আলো ঝিনাইদহ বন্ধুসভার ৪৫ জন সদস্য ঘুরতে আসেন। কাছারিবাড়ি থেকে কুঠিবাড়িতে যাওয়ার পথে বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় অটোচালকেরা হামলা করেন। এ সময় আনোয়ার হোসেন আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন জানান, ভাড়া নিয়ে অটোচালকদের সঙ্গে দর্শনার্থীদের প্রথমে তর্কাতর্কি হয়। পরে চালকেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালান। ইজিবাইকচালক ইমরান, ইমান আলীসহ কয়েকজন এই হামলায় জড়িত। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।

রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো.

আল আমিন বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ ন ইদহ প রথম ম রধর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির প্রতিবাদ

সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাস্ক, কাপড় হেলমেট মাথায় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তারই প্রতিবাদে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

সোমবার সকাল সাড়ে ৭ টায় হঠাৎ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিকেল ৪টায় সোনারগাঁ পৌরসভার কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে বলতে শোনা যায়, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, হই হই রই রই নিষিদ্ধ ছাত্রলীগ গেলি কই।

জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ব্যানারে কোন কর্মসূচি করতে দেখা গিয়েছে।  ভিডিওটিতে বলতে শোনা যায় নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জামাত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়। এসময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখে কালো মাস্ক, হেলমেট কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছেন ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন। অপর দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। 

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা যুবদলের আহবায়ক  মফিজুর রহমান সোহেল,সোনারগাঁও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সাবেক  আহবায়ক ফরহাদ শিকদার,  শ্রমিকদলের আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবদল নেতা সালে মুসা,আল আমিন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ জনি।
 

সম্পর্কিত নিবন্ধ