জিআইপিএ’র সদস্য হলেন আজমীর তারেক
Published: 27th, February 2025 GMT
‘গ্লোবাল ইমপ্যাক্ট প্রডিউসার অ্যালায়েন্স’ (জিআইপিএ)-এর সদস্য নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা আজমীর তারেক চৌধুরী। এ তথ্য নিশ্চিত করেছেন এই চলচ্চিত্র নির্মাতা নিজেই।
জিআইপিএ একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে বিশ্বের প্রভাবশালী প্রযোজকরা সামাজিক পরিবর্তনের লক্ষ্যে একত্রিত হন। চলচ্চিত্র ও গণমাধ্যমকে ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তনের কাজ করে এই প্ল্যাটফর্ম। এটি বিভিন্ন দেশ থেকে প্রভাবশালী প্রযোজকদের সংযুক্ত করে। পাশাপাশি প্রশিক্ষণ, সহায়তা ও কৌশলগত পরামর্শ প্রদান করে থাকে।
এই নেটওয়ার্কের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন আজমীর তারেক চৌধুরী। বাংলাদেশের গল্পগুলোকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণা জাগানো তার লক্ষ্য। সদস্য পদ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজমীর তারেক চৌধুরী।
আরো পড়ুন:
সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার
স্যার রুমে ডেকে নিয়ে প্রভা আপুর ভিডিও দেখায়: মিষ্টি জান্নাত
চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক আজমীর তারেক চৌধুরী। চলচ্চিত্র, সংগঠন ও সামাজিক সচেতনতার বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করছেন তিনি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন আজমীর তারেক চৌধুরী। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের আয়োজনে ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’ ও ‘বৈচিত্র্যের ঐক্যতান’-এর অন্যতম সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আজম র ত র ক চ ধ র ন আজম র ত র ক চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সোনার দাম কমেছে, ভরি এখন ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা
দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা দাম কমানো হয়েছে। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি সোনার দাম কমানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতে এক ভরির দাম কমে হয় ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। আর আগে ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়ে ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা করা হয়েছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩ হাজার ৪০১ টাকায় টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ২ হাজার ৪০৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৬৭৯ টাকা দাম কমবে।