Risingbd:
2025-03-31@09:17:24 GMT

৩০ হাজার ফুলে ফুটে উঠল ‘অমর ২১’

Published: 27th, February 2025 GMT

৩০ হাজার ফুলে ফুটে উঠল ‘অমর ২১’

বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার জন্য রাজশাহী কলেজ প্রাঙ্গণে গড়ে উঠেছিল আন্দোলন। সেই কলেজ প্রাঙ্গণে ৩০ হাজার ফুলে ফুটে উঠল ‘অমর ২১’। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সবুজ পাতার গালিচার ওপর হলদে ফুলে এই অমর ২১ লেখা হয়েছিল। তা দেখতে ভিড় করেন শিক্ষক, শিক্ষার্থী আর সাধারণ দর্শনার্থীরা। এসেছিলেন রাজশাহীর একজন ভাষা সংগ্রামীও।

পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার জন্য আন্দোলনে ছাত্রসমাজের বাইরেও অংশ নিয়েছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছিলেন হাজারো কৃষক। সেই কৃষকের অবদান ফুটিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগটি নেন রাজশাহীর কৃষক মনিরুজ্জামান মনির। মূলত ২১ ফেব্রুয়ারিকে ঘিরেই ছিল তার এই পরিকল্পনা।

আয়োজক কৃষক রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বলেন, ‘‘ভাষা-সংগ্রামের ইতিহাস এবং তাৎপর্য ও কৃষকের অবদান ফুটিয়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ২১ ফেব্রুয়ারিতেই আয়োজনটি করার ইচ্ছে থাকলেও সেদিন ফুলগুলো পূর্ণতা পায়নি। তাই কয়দিন পরে এ ফেব্রুয়ারিতেই ফুটিয়ে তোলা হলো অমর একুশ।’’

সুনিপুণ হাতে কলেজের কংক্রিটের ওপর ৩০ হাজার সূর্যমুখী ফুলে অমর একুশ ফুটে ওঠার সে খবর মূহূর্তেই ছড়িয়ে পড়ে নগরে। যা একনজর দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তারা ফুল দিয়ে তৈরি ‘অমর ২১’-এর সাথে নিজেদের ফ্রেমবন্দী করার পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের অবদানকে স্মরণ করেন গভীর শ্রদ্ধার সঙ্গেই। 

ব্যতিক্রমী এ আয়োজন দেখতে এসেছিলেন বায়ান্নতে রাজশাহীতেই ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জিও। তিনি জানালেন নিজের অনুভূতি।

রাজশাহীর এই ভাষাসৈনিক বলেন, ‘‘রাষ্ট্রভাষার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অবদান কম নয়। ঢাকার পরেই আমরা রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। ঢাকার রাস্তায় গুলি চললে আমরাই প্রথম এই কলেজে রাতারাতি শহীদ মিনার নির্মাণ করেছিলাম। আমাদের চাওয়া, এই শহীদ মিনারটিকে যেন দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি দেওয়া হয়।’’

আয়োজককে ধন্যবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ মু.

যহুর আলী বলেন, ‘‘এ ধরনের আয়োজন আমাদের ভাষা-সংগ্রামের ইতিহাস ও মর্যাদাকে সমুন্নত করে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান এ আয়োজন করেছেন। এ জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা।’’

ঢাকা/কেয়া/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র অবদ ন কল জ র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, খালা-ভাগনীর মৃত্যু, আহত ৪ 

গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় খালা ও ভাগনীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করে। 

সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চার জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর মধ্যপাড়া রহিদ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও তাঁর বোন লিজা বেগমের মেয়ে তাবাসসুম (৫)। তারা স্বপরিবারে গাজীপুর মহানগরীর নলজানি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে পরিবারটি একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গাজীপুর শহর হয়ে নরসিংদীতে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। 

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিউলি বেগম (৫১) ও তার বোনের মেয়ে তাবাসসুমের মৃত্যু হয়। সেসময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, “নিহত তাবাসসুমের নানা আজ সকালে মারা যান। মৃত্যুর খবর পেয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে নরসিংদী যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনাটি ঘটে।”

তিনি আরো বলেন, “আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ