ফতুল্লার সস্তাপুর-কাঠেরপুলে মাদক, সন্ত্রাস ও নিরীহ মানুষের উপর নানা অত্যাচারের অভিযোগ উঠেছে মারুফ নামক এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার দুপুরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মানববন্ধন ও কাঠেরপুল এলাকায় কাস্টমস কর্মকর্তা মারুফের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত কাষ্টমস ড্রাইভার জামাল মিয়ার পুত্র। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে বলে জানা যায়। 

মানববন্ধনে এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে মারুফ ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের আসর ও বিক্রয় করে আসছে। প্রকাশ্যে মারুফের লোকজন মাদক বিক্রয়সহ নানাবিধ অপকর্ম করছে। এর প্রতিবাদ করতে গেলে মারুফ ও তার বাহিনীর কাছে নির্যাতিত হচ্ছে নিরীহ এলাকাবাসী। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ডাইং কারখানার  এক  মালিক বলেন, মারুফ কাস্টমস কর্মকর্তার পরিচয় বহন করে বিভিন্ন মিলে অহেতুক কাগজপত্রে ঝামেলা আছে বলে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি জোরপূর্বক বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে ঝুটসহ বিভিন্ন মালামাল নাম মাত্র মূল্য দিয়ে জোরপূর্বক নিয়ে নেয়। 

সে একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা। তার একটি কিশোরগ্যাং বাহিনী রয়েছে। এই বাহিনীর মাধ্যমে সে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটায়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে । তার এই অপকর্মের প্রতিবাদে কুতুবআইল, সস্তাপুর ও কাঠেরপুল এলাকার সর্বস্তরের জনগণ ঝাড়ু নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল,স্থানীয় পঞ্চায়েত কমিটির আহবায়ক মো.

 গোলজার হোসেন, সদস্য সচিব মো.  আব্দুল মোনায়েম,  মো.  ফারুক হোসেন,  মোঃ সেলিম রেজা, সদস্য পঞ্চায়েত কমিটি, ডা.  মো. ওলি আহমেদ,  মো.  মজিবর হোসেন, নবী হোসেন, মো. ইউনুস মিয়া ও মো. বাদল কাজিসহ প্রমুখ। 

উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার এলাকাবাসি কাস্টম কর্মকর্তা মারুফের মাদকের আস্তায় অভিযান চালায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টে এনআইডি চায় ব্রাহ্মণবাড়িয়ার পর্দানশীন নারীরা

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় যাচাইসহ এনআইডি কার্ড প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। এ ছাড়া তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে পর্দানশীন নারী সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে তারা তিন দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে পর্দানশীন নারী সমাজের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা হক, আহমেদ আয়িশা সিদ্দিকা ও শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় কারণে ছবি তুলতে না পারায় এনআইডি কার্ড পাচ্ছেন না পর্দানশীন নারীরা। এজন্য তারা নাগরিক সেবাও নিতে পারছেন না। প্রায় ৩০ লাখ পর্দানশীন নারীর এনআইডি আটক রয়েছে। গত ১৬ বছর নির্বাচন কমিশনের ‘কতিপয় স্বৈরাচারী’ কর্মকর্তা মুখচ্ছবি না তোলার  অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন। ফলে এনআইডি কার্ড ছাড়া পর্দানশীন নারী নিজের জমি বিক্রি করতে পারছেন না, সরকারি ত্রাণ সহায়তাও নিতে পারছেন না। এছাড়া সন্তানদের স্কুলেও ভর্তি করাতে সমস্যা হচ্ছে এনআইডি কার্ড না থাকার কারণে। তাই বৈষম্যহীন দেশ গঠনের অংশ হিসেবে মুখচ্ছবির বদলে ফিঙ্গারপ্রিন্টের মতো আধুনিক পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে এনআইডি কার্ড প্রদানের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন তারা।

দাবিগুলা হল- বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনা, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। এজন্য সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সকল পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা, পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।

ঢাকা/মাইনুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্ঘটনায় চবি ছাত্রীর মৃত্যু: বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্
  • গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল
  • পরিবহন প্রশাসক পদ থেকে ইবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবি
  • ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ
  • গ্যাসের দাম বাড়ানোর শুনানি চলছে বিয়াম ভবনে, নিচে ক্যাবের মানববন্ধন
  • গ্যাসের দাম বৃদ্ধির শুনানি বা‌তি‌লের দা‌বি‌তে মানববন্ধন
  • গ্যাসের দাম বৃদ্ধির শুনানির বা‌তি‌লের দা‌বি‌তে ক্যাবের মানববন্ধন
  • কক্সবাজারের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি
  • ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টে এনআইডি চায় ব্রাহ্মণবাড়িয়ার পর্দানশীন নারীরা