কু‌ষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি‌বি ক‌রিমু‌ন্নেছার দ্রুত ক্ষমতা হস্তান্ত‌রের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশ থেকে ইউএনওর বিরুদ্ধে উপ‌জেলা প্রশাস‌নের কা‌জে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসন করার মতো বিভিন্ন অভিযোগ তোলা হয়। দা‌বি না মান‌লে আগামী র‌বিবার (২ মার্চ) ইউএনও‌কে নিজ কার্যাল‌য়ে তালাবদ্ধ ক‌রে রাখার ঘোষণা দেওয়া হয়। 

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দি‌কে ‘মিরপুরের সর্বস্ত‌রের জনতা’র ব্যানারে শহ‌রের ঈগল চত্বর থে‌কে ঝাড়ু মি‌ছিল বের হ‌য়ে উপ‌জেলা প‌রিষদের সামনে বি‌ক্ষোভ সমা‌বেশ অনুষ্ঠিত হয়। 

এর আগে ঝাড়ু মিছিলে অংশ নেন এলাকার কয়েকশ’ নারী-পুরুষ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ধুবাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.

যাহার হাজী, মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিমু। 

সমাবেশে বক্তারা বলেন, “ইউএনও বি‌বি ক‌রিমু‌ন্নেছা মিরপু‌রে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার ক‌রে আস‌ছেন। সম্প্রতি আওয়ামী লী‌গের পদধারী‌দের নি‌য়ে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে মি‌টিং ক‌রে‌ছেন। তি‌নি আওয়ামী লীগ‌কে পুনর্বাসন করার চেষ্টা কর‌ছেন। তা‌কে মিরপুর থে‌কে বদলি করা হ‌য়ে‌ছে। তবু‌ও এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর ক‌রে‌নি।” 

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক‌টি প্রজ্ঞাপনে বিবি করিমুন্নেছাকে পদায়‌নের মাধ‌্যমে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। সেখা‌নে তি‌নি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন কর‌বেন। 

এর আগে ইউএনও বি‌বি ক‌রিমু‌ন্নেছার বিরু‌দ্ধে উপজেলা পরিষদের দুইটি প্রবেশদ্বার বন্ধ রাখার অভি‌যোগ ওঠে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়েন। এছাড়া নিজ ক্ষমতায় উপ‌জেলা সাব রে‌জিষ্ট্রার অফি‌সের সীমানা প্রচীর নির্মা‌ণের কাজ বন্ধ ও আওয়ামী লীগ পদধারী চেয়ারম‌্যান‌দের‌ নি‌য়ে আইনশৃঙ্খলা সভা করায় আলোচনায় আসেন তি‌নি। 

এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ইউএনও বি‌বি ক‌রিমু‌ন্নেছার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। 

এ ব্যাপারে কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক তৌ‌ফিকুর রহমান বলেন, “বিষয়‌টি খতিয়ে ‌দেখা হ‌চ্ছে।”

ঢাকা/কাঞ্চন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ জ ল ক ষমত আওয় ম

এছাড়াও পড়ুন:

রেলপথ অবরোধে ছয় ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার এ কর্মসূচিতে জয়দেবপুর-রাজশাহী রুটে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ইউএনও কাউছার আহামেদের চেষ্টায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম পরিবর্তনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে কালিয়াকৈর হাইটেক সিটি রেল স্টেশনে রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেন। সকাল ৯টার দিকে কর্মসূচি শুরু করেন তারা। ছয় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে বেলা ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গত ১৩ ফেব্রুয়ারি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের কথা জানায় সরকার। এর পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেও নাম পরিবর্তন করা হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। মাসুরা জাহান, রায়হান আলী, তানজিম আলমসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে দাবি জানালেও তারা ব্যবস্থা নেননি। অবরোধের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে ইউএনও কাউছার আহম্মেদ যোগাযোগ করেন। এ সময় তিন সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

হাইটেক সিটি রেল স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চলে গেলে ট্রেন চলাচল স্বাবাভিক হয়। উভয় পাশে ছয়টি ট্রেন শত শত যাত্রী নিয়ে আটকে ছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • শাল্লার সাবেক ইউএনও, পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে কৃষকের মামলা
  • শিবগঞ্জে দুই পক্ষের উত্তেজনার মধ্যে নাগরিক ঐক্যের ৯ নেতাকে আসামি করে যুবদল নেতার মামলা
  • দুর্ঘটনায় দুই শিক্ষক নিহত: সালথায় মাহিন্দ্রা বন্ধের দাবি শিক্ষার্থীদের
  • শিক্ষকদের বিদ্যালয়ের অফিস কক্ষে রেখে শিক্ষার্থীদের তালা, মুক্ত করলেন ইউএনও
  • রেলপথ অবরোধে ছয় ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল