সৌদি আরবে পালানোর চেষ্টাকালে আ.লীগ নেতা গ্রেপ্তার
Published: 27th, February 2025 GMT
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার উপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আমজাদ আলী আজ ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে যান। সেখানেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় গেছে।
আরো পড়ুন:
উপজেলা পরিষদ থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক
আ.
ওসি আরো জানান, ২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী ছাত্র ও জনতার উপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে। আহত তাহির মিয়া ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্ব দেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সুযোগ বুঝে তিনি সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন।
ঢাকা/আজহারুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।