বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদী মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা সিন্ডিকেট, একসাথে চলে না’, ‘ঢাবির সিন্ডিকেট, মানি না মানবো না’সহ বিভিন্ন  স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সারা দেশ যখন উওাল, তখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই আমরা রাস্তায় পেয়েছি। আমরা দেখেছি, জুলাই আন্দোলনে ১৮ তারিখের পর যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনকে সচল রেখেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, নতুন দলের কমিটিতে সার্বিক বিবেচনা করা হয়নি। আমার স্বৈরাচার আমলের মতো করা এ হামলার তীব্র নিন্দা জানাই।

আরো পড়ুন:

শেরপুরে হামলার ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

শেরপুরে বিএনপি নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত 

শিক্ষার্থীরা আরো বলেন, গতকাল বুধবার নারীদের ওপরও হামলা করা হয়েছে, যা খুবই নিন্দনীয় কাজ। কিন্তু জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণও ছিল ব্যাপক। সেই নারীদের ওপর তারা হামলা করেছে। আমরা ঢাবি কেন্দ্রীকতা মানি না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন শিক্ষার্থী আহত হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা/হাফছা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব সরক র

এছাড়াও পড়ুন:

রামগঞ্জে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার মাহফুজ আলমের নিজ গ্রাম রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে এ হামলা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। এতে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করলে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

ছাত্রলীগ নেতা মেহেদী মঞ্জু আহত বাচ্চু মোল্লার ভাতিজা। এ বিষয়ে মেহেদী মঞ্জু বলেন, ‘রাজনীতি করে কখনও কারও ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে রোববার বিকেলে বাড়িতে আসি। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যায়। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।’

ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে তার পরিবারের এক সদস্য কল রিসিভ করেন। তবে তিনি পরিচয় দেননি। তার ভাষ্যমতে, বাচ্চু মোল্লা এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সমকালকে বলেন, আজিজুল রহমান বাচ্চুর বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়।

ওসি বলেন, ‘আমিও আজিজুল রহমান বাচ্চুকে দেখতে হাসপাতাল গিয়েছি। তাকে রোববারই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’

সম্পর্কিত নিবন্ধ