হেরে যাওয়া দুই ম্যাচ থেকে যে তৃপ্তি পেলেন শান্ত
Published: 27th, February 2025 GMT
আবহাওয়ার কারণে নির্ধারিত ম্যাচ মাঠে না গড়ানোয় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’
তবে সামনের চ্যালেঞ্জের জন্য আশাবাদী শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’
বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং বিভাগ উন্নতি করেছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’
ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যার ভাই শাহ কারিম মোল্যার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজারে এ ঘটনা ঘটে।
মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তিকে মারধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যা বিষয়টি স্বীকার করলেও অভিযুক্ত তার ভাই শাহ কারিম মোল্যার বক্তব্য পাওয়া যায়নি।
জানাগেছে, গত ২৪ ফেব্রুয়ারি দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার এলাকার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অঞ্চলিক মহাসড়কের দুই পাশে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়।
আজ বৃহস্পতিবার মানসিক ভাসাম্যহীন এক ব্যক্তি ওই ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শাহ কারিম মোল্যা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করেন। ওই মানসিক ভাসাম্যহীন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে অভিযুক্ত শাহ কারিম মোল্যার বক্তব্য পাওয়া না গেলেও তার ভাই টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যা বলেন, “সমাবেশে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়। কিন্তু এতদিন কেউ না ছিঁড়লেও ওই ব্যক্তি আজকে ছিঁড়ে ফেলে। এসময় তাকে মানা করলে সে তা না শোনায় আমার ভাই শাহ কারিম মোল্যা তাকে মারধর করেছে। আমার মনে হয় তাকে উস্কে দিয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছে।”
জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন বলেন, “এ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে বলতে পারব।”
ঢাকা/বাদল/এস