বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’
Published: 27th, February 2025 GMT
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে’ নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছে। ছাত্রদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন এই নাম ঘোষণা করা হয়। নতুন দলের শীর্ষ ৬ পদে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এ ছাড়া দলের যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সালমানের হারানো সিংহাসন ফেরত দেবে ‘সিকান্দার’
‘ইনসাফ নয়, হিসাব করতে এসেছি’, টিজারে সালমান খানের কণ্ঠে শোনা এই সংলাপ নিয়ে জোর আলোচনা চলছে অন্তর্জালে। অথচ সালমানের নতুন সিনেমার টিজার মুক্তি পেয়েছে বিকেলে কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘সিকান্দার’। তবে প্রশ্ন একটাই, সিনেমাটি দিয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন অভিনেতা?
কয়েক বছর ধরেই সালমান খান অভিনীত সিনেমার বাজার পড়তির দিকে। মাঝখানে একই অবস্থা হয়েছিল শাহরুখ খানের কিন্তু ২০২৩ সালে টানা তিন সুপারহিট সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন তিনি। কিন্তু সালমানের ক্ষেত্রে সেটা হয়নি। অবস্থা এতটাই খারাপ, সালমানের পেছনে বড় অঙ্কের বিনিয়োগ করতেও সাহস পাচ্ছেন না প্রযোজকেরা। এ কারণেই নাকি অ্যাটলির সঙ্গে সালমানের সিনেমা আপাতত স্থগিত হয়েছে।
সে যা–ই হোক, এবার আসা যাক ‘সিকান্দার’ প্রসঙ্গে। বলিউডের যে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নির্মাতার অভাব, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। এ কারণেই শাহরুখ ‘পাঠান’-এর পর অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ করেছিলেন। সালমানও তাই নিজের হারানো সিংহাসন ফিরে পেতে জোট বেঁধেছেন এ আর মুরুগাদাসের সঙ্গে।
টিজারে সালমান খান