জাহিদুর রহিম অঞ্জন: সিনেমা যাঁর জীবন
Published: 27th, February 2025 GMT
জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ, সবশেষ জাহিদুর রহিম অঞ্জন। অকালপ্রয়াণ যেন বাংলাদেশের চলচ্চিত্রের এক অমোঘ নিয়তি। এই দেশ তার সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের হারিয়েছে বারবার। তাঁরা প্রত্যেকেই ছিলেন স্বল্পপ্রজ। কিন্তু তাঁদের চলচ্চিত্র বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষকে ধারণ করেছে পরম যত্নে।
জাহিদুর রহিম অঞ্জন সেই স্বল্পসংখ্যক চলচ্চিত্র নির্মাতার একজন, যিনি একাধারে চলচ্চিত্রতাত্ত্বিক, শিক্ষক, নির্মাতা ও বিকল্প চলচ্চিত্র আন্দোলনের সামনের সারির মানুষ ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এবং একাধিকবারের সভাপতি। পাশাপাশি ফোরাম আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পরিচালকও ছিলেন। শর্ট ফিল্ম ফোরাম ছিল তাঁর নিজের বাড়ির মতো।
বাংলাদেশের অনেক তরুণ চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রকর্মী জাহিদুর রহিম অঞ্জনের ছাত্রছাত্রী। তাঁদের কাজ, চিন্তা ও আলাপে পাওয়া যায় তাঁর ভাবনার প্রতিফলন। দুনিয়াজুড়ে বিভিন্ন চলচ্চিত্র আন্দোলন এবং এর প্রেক্ষাপট বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। সেই সঙ্গে ছিল অসাধারণ হিউমার ও স্যাটায়ার করার ক্ষমতা।
জাহিদুর রহিম অঞ্জনের ছাত্রমাত্রই স্বীকার করবেন, তাঁর চলচ্চিত্রের ইতিহাস পড়ানোর কায়দা কতটা উপভোগ্য ছিল। বহু বছরের পুরোনো শতচ্ছিন্ন একটা নোটবুক নিয়ে ক্লাসে আসতেন। খুব যত্ন করে একটা একটা করে পৃষ্ঠা ওলটাতে থাকতেন আর সবাইকে নিয়ে যেতেন চলচ্চিত্রের ইতিহাসের আঁতুড়ঘরে; সেখান থেকে নিওরিয়েলিজম, নিওজার্মান, সুররিয়ালিস্ট, সোভিয়েত, জাপানি, আফ্রিকান, ফরাসি, ইরানি বা ভারতীয় নবতরঙ্গের ইতিহাসের কতশত অলিগলির ভেতরে। বেরিয়ে আসত কত চমকপ্রদ গল্প, ঘাত–প্রতিঘাতে চাপা পড়া কত চলচ্চিত্রের কাহিনি!
জাহিদুর রহিম অঞ্জনের বর্ণনায় একেকটি চলচ্চিত্র কল্পদৃশ্যে প্রতিফলিত হতো অবলীলায়। নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ ছিল পরম পাওয়া। তিনি বলতেন, ‘পর্দায় সিনেমা নিছক বিনোদন নয়; বরং মানুষের জীবনের নানা বাস্তবতা, ঘাত–প্রতিঘাত কিংবা শিল্পচর্চার একটি আধুনিক ও শক্তিশালী মাধ্যমও।’
নির্মাতা হিসেবেও জাহিদুর রহিম অঞ্জনের প্রাপ্তি ছিল ঈর্ষণীয়। পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াকালে ১৯৯০ সালে তিনি তাঁর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মর্নিং’ নির্মাণ করেন। আন্তন চেখভের গল্প অবলম্বনে নির্মিত সেই ছবি তখন পুনেতে সাড়া ফেলে দেয়। তাঁর ছবিটি অনেক দিন পরবর্তী ব্যাচগুলোয় ডিপ্লোমা ছবির রেফারেন্স হিসেবেও পড়ানো হয়েছে।
অনেক বছর বিরতি দিয়ে ২০১৪ সালে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের আমাবস্যা’ অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জনের সর্বশেষ নির্মাণ ‘চাঁদের আমাবস্যা’। দীর্ঘদিন ধরে ছবিটি নির্মাণ করছিলেন তিনি। ছবিটি সম্প্রতি শেষ হয়েছে, ছাড়পত্রও পেয়েছে। কিন্তু ছবিটি মুক্তির আগে তিনি নিজেই মুক্তি নিলেন পৃথিবী থেকে।
জাহিদুর রহিম অঞ্জনের এই মৃত্যুতে কোনো অপ্রাপ্তি ছিল কি? সম্ভবত না। যে অসংখ্য মানুষের ভালোবাসা আর সৃজনকর্মে এক সার্থক জীবন কাটিয়েছেন তিনি, তাতে কোনো অপ্রাপ্তি থাকার কথা নয়। মৃত্যুর ঠিক কয়েক দিন আগেই ফেসবুকে বলেছিলেন, ‘দ্য আইডিয়া অব রিডিম্পশন ইজ অলওয়েজ গুড নিউজ, ইভেন ইফ ইট মিনস স্যাক্রিফাইস অর সাম ডিফিকাল্ট টাইমস।’
জাহিদুর রহিম অঞ্জন প্রায়ই বলতেন, সিনেমাকে জীবন থেকে আলাদা করে দেখা যায় না, সিনেমা যাপিত জীবনেরই অংশ। তিনি নিজে সে জীবন যাপন করেছেন; তাঁর বন্ধু, অনুজ ও ছাত্রছাত্রীদের সেই জীবনযাপনের অনুপ্রেরণা দিয়ে গেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা।
জোবায়ের রায়হান চলচ্চিত্রকর্মী
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র ন র ম ত ন চলচ চ ত র চলচ চ ত র র
এছাড়াও পড়ুন:
নিষিদ্ধ সংগঠনের নেতাসহ রুয়েটের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ মোট ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলা ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহাসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।
আজীবন বহিষ্কৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর, পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।
এছাড়াও রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।
গত বছল ১৯ আগস্ট অভিযানের প্রেক্ষিতে হলের বিভিন্ন কক্ষে অস্ত্র ও মাদকসহ নিষিদ্ধ দ্রব্যাদি রাখার দায়ে আপাতত আবাসিক হল থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে চার সেমিস্টার বা দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এসব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে, তার ধারা লঙ্ঘন করেছেন। এজন্য চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও দুইজনকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এর বাইরে গত বছর ১৯ আগস্ট অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
ঢাকা/মাহাফুজ/মেহেদী