জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ, সবশেষ জাহিদুর রহিম অঞ্জন। অকালপ্রয়াণ যেন বাংলাদেশের চলচ্চিত্রের এক অমোঘ নিয়তি। এই দেশ তার সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের হারিয়েছে বারবার। তাঁরা প্রত্যেকেই ছিলেন স্বল্পপ্রজ। কিন্তু তাঁদের চলচ্চিত্র বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষকে ধারণ করেছে পরম যত্নে।
জাহিদুর রহিম অঞ্জন সেই স্বল্পসংখ্যক চলচ্চিত্র নির্মাতার একজন, যিনি একাধারে চলচ্চিত্রতাত্ত্বিক, শিক্ষক, নির্মাতা ও বিকল্প চলচ্চিত্র আন্দোলনের সামনের সারির মানুষ ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এবং একাধিকবারের সভাপতি। পাশাপাশি ফোরাম আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পরিচালকও ছিলেন। শর্ট ফিল্ম ফোরাম ছিল তাঁর নিজের বাড়ির মতো।

বাংলাদেশের অনেক তরুণ চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রকর্মী জাহিদুর রহিম অঞ্জনের ছাত্রছাত্রী। তাঁদের কাজ, চিন্তা ও আলাপে পাওয়া যায় তাঁর ভাবনার প্রতিফলন। দুনিয়াজুড়ে বিভিন্ন চলচ্চিত্র আন্দোলন এবং এর প্রেক্ষাপট বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। সেই সঙ্গে ছিল অসাধারণ হিউমার ও স্যাটায়ার করার ক্ষমতা।

জাহিদুর রহিম অঞ্জনের ছাত্রমাত্রই স্বীকার করবেন, তাঁর চলচ্চিত্রের ইতিহাস পড়ানোর কায়দা কতটা উপভোগ্য ছিল। বহু বছরের পুরোনো শতচ্ছিন্ন একটা নোটবুক নিয়ে ক্লাসে আসতেন। খুব যত্ন করে একটা একটা করে পৃষ্ঠা ওলটাতে থাকতেন আর সবাইকে নিয়ে যেতেন চলচ্চিত্রের ইতিহাসের আঁতুড়ঘরে; সেখান থেকে নিওরিয়েলিজম, নিওজার্মান, সুররিয়ালিস্ট, সোভিয়েত, জাপানি, আফ্রিকান, ফরাসি, ইরানি বা ভারতীয় নবতরঙ্গের ইতিহাসের কতশত অলিগলির ভেতরে। বেরিয়ে আসত কত চমকপ্রদ গল্প, ঘাত–প্রতিঘাতে চাপা পড়া কত চলচ্চিত্রের কাহিনি!

জাহিদুর রহিম অঞ্জনের বর্ণনায় একেকটি চলচ্চিত্র কল্পদৃশ্যে প্রতিফলিত হতো অবলীলায়। নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ ছিল পরম পাওয়া। তিনি বলতেন, ‘পর্দায় সিনেমা নিছক বিনোদন নয়; বরং মানুষের জীবনের নানা বাস্তবতা, ঘাত–প্রতিঘাত কিংবা শিল্পচর্চার একটি আধুনিক ও শক্তিশালী মাধ্যমও।’

নির্মাতা হিসেবেও জাহিদুর রহিম অঞ্জনের প্রাপ্তি ছিল ঈর্ষণীয়। পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াকালে ১৯৯০ সালে তিনি তাঁর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মর্নিং’ নির্মাণ করেন। আন্তন চেখভের গল্প অবলম্বনে নির্মিত সেই ছবি তখন পুনেতে সাড়া ফেলে দেয়। তাঁর ছবিটি অনেক দিন পরবর্তী ব্যাচগুলোয় ডিপ্লোমা ছবির রেফারেন্স হিসেবেও পড়ানো হয়েছে।
অনেক বছর বিরতি দিয়ে ২০১৪ সালে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের আমাবস্যা’ অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জনের সর্বশেষ নির্মাণ ‘চাঁদের আমাবস্যা’। দীর্ঘদিন ধরে ছবিটি নির্মাণ করছিলেন তিনি। ছবিটি সম্প্রতি শেষ হয়েছে, ছাড়পত্রও পেয়েছে। কিন্তু ছবিটি মুক্তির আগে তিনি নিজেই মুক্তি নিলেন পৃথিবী থেকে।

জাহিদুর রহিম অঞ্জনের এই মৃত্যুতে কোনো অপ্রাপ্তি ছিল কি? সম্ভবত না। যে অসংখ্য মানুষের ভালোবাসা আর সৃজনকর্মে এক সার্থক জীবন কাটিয়েছেন তিনি, তাতে কোনো অপ্রাপ্তি থাকার কথা নয়। মৃত্যুর ঠিক কয়েক দিন আগেই ফেসবুকে বলেছিলেন, ‘দ্য আইডিয়া অব রিডিম্পশন ইজ অলওয়েজ গুড নিউজ, ইভেন ইফ ইট মিনস স্যাক্রিফাইস অর সাম ডিফিকাল্ট টাইমস।’
জাহিদুর রহিম অঞ্জন প্রায়ই বলতেন, সিনেমাকে জীবন থেকে আলাদা করে দেখা যায় না, সিনেমা যাপিত জীবনেরই অংশ। তিনি নিজে সে জীবন যাপন করেছেন; তাঁর বন্ধু, অনুজ ও ছাত্রছাত্রীদের সেই জীবনযাপনের অনুপ্রেরণা দিয়ে গেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা।
জোবায়ের রায়হান চলচ্চিত্রকর্মী

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র ন র ম ত ন চলচ চ ত র চলচ চ ত র র

এছাড়াও পড়ুন:

শহীদ আবু সাঈদের পরিবারকে ঈদ উপহার প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 রবিবার (৩০ মার্চ) রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন উপাচার্য প্রফেসর মো. শওকাত আলী।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ঈদ উপহার শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের কাছে হস্তান্তর করেন। উপাচার্য শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, “শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। আবু সাঈদকে ছাড়া তার পরিবার প্রথমবারের মতো ঈদ পালন করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে শহীদ আবু সাঈদের পরিবারকে ঈদ সামগ্রী দেওয়ার জন্য এখানে এসেছি।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর প্রথমবারের মতো রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায় রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মতো যারা প্রাণ দিয়েছেন, তাদের জন্য এটা সম্ভব হয়েছে।”

তিনি আরো বলেন, “আবু সাঈদসহ জুলাই বিপ্লবে শহীদদের হত্যাকারীদের যথাযথ বিচার এখনো দেখতে পারিনি ভুক্তভোগী পরিবারগুলো। দ্রুত বিচার কাজ সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও দেশবাসী ঈদের চেয়েও বেশি আনন্দ অনুভব করবে।” 

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

তার মৃত্যুর পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

ঢাকা/গাজী আজম/ইভা

সম্পর্কিত নিবন্ধ