এক যুগের বেশি সময় পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার ছাত্রসংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের বকুলতলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাল্টিপারপাস হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এ সময় রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় এক যুগের বেশি সময় পর প্রকাশ্যে কর্মসূচি পালন করল ছাত্রসংগঠনটি।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক তানভীর শিকদার, ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, সেক্রেটারি ওয়াকিউজ্জামান অভি। এ সময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস আলী, অফিস সম্পাদক রুমান শেখ, প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের দমন-পীড়নের জন্য দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। স্বৈরাচারের পতনের পর আজ আমরা কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক য গ

এছাড়াও পড়ুন:

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়।  

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ

  • গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 
  • ফজলুল কাদেরের নামে প্রস্তাবিত ছাত্র হলের নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি
  • গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার নেতৃত্বে কাদের-মহির
  • সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা
  • গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বাকের, সদস্যসচিব জাহিদ
  • সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
  • বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার
  • রোটারি ইন্টারন্যাশনালের ১৩০ ফেলোশিপ, অস্ট্রেলিয়া–যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র–জাপান–তুরস্ক ও উগান্ডায় পড়াশোনা
  • তিন শিক্ষকের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে সাদা দল