এক যুগের বেশি সময় পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার ছাত্রসংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কলেজের বকুলতলা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাল্টিপারপাস হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এ সময় রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় এক যুগের বেশি সময় পর প্রকাশ্যে কর্মসূচি পালন করল ছাত্রসংগঠনটি।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক তানভীর শিকদার, ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, সেক্রেটারি ওয়াকিউজ্জামান অভি। এ সময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস আলী, অফিস সম্পাদক রুমান শেখ, প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের দমন-পীড়নের জন্য দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ভিক্টোরিয়া কলেজে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। স্বৈরাচারের পতনের পর আজ আমরা কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক য গ

এছাড়াও পড়ুন:

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দাযূত্ব গ্রহণ করেছেন সালেহ মাহমুদ রায়হান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন ফয়সাল মাহমুদ।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আহমেদ সামরান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মিরাজুল হক রেজন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ফরহাদ হোসেন সেতু, ফয়সাল কবির অনিক, যুগ্ম সদস্য সচিব আতিকুর রহমান আসিফ।

সংগঠনটির মুখপাত্র হয়েছেন ফানতাসির মাহমুদ। সহ মুখপাত্র স্বর্না সরকার এবং শিমু আহমেদ। মুখ্য সংগঠক হয়েছেন আল মাহমুদ আবির। যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন সালাউদ্দিন ইউসুফ, নাহিদ রায়হান, রায়া ওয়াসিফা, নূরে আলম নয়ন, শাহাদাত খান, মুস্তাইন বিল্লাহ, আব্দুল মমিন আশিক।

সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজ আবির, তাওহীদুল ইসলাম, আনাস ইবনে রহমান, মাহমুদুল হাসান, এনামুল কবির, মেহেদী হাসান ইমাম, আব্দুর রহমান নাবিল, ফাহিম মোরশেদ আলফি, মাহাথির মেসুত হিমেল, চৈতি ইসলাম বৃষ্টি, মিশকাতুন নূর তাহসিন, মুশতাক তাহমিদ, নূর মোহাম্মদ, সৈয়দ সামিউল ইসলাম, ফারাহাত সাজিদ, নাইমুর রহমান আশিক, সাব্বির রহমান, মো. আতিকুর রহমান।

যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন শাহাদাত খান, মুস্তাইন বিল্লাহ, আব্দুল মমিন আশিক। 

আইটি সম্পাদক হয়েছেন মো. সাব্বির আহমেদ, সহকারী আইটি সম্পাদক তানভীরুল ইসলাম ও আরিয়ান আহমেদ।

কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন- ফারজানা জাহান নিলা, সিরাজুম মনির শিরিন সুলতানা মাফি, ওয়ালিদুর রহমান, মো. মেহেদী হাসান, রাইসুল রহমান রাতুল, আদিত্য চৌধুরী, সারাফাত রহমান, সরদার রিয়াদ, তানভীর হাসান, মো. আল ইমরান, রাসেল হোসেন, আবরার হানিফ, রিয়াদ আহনাফ, ইমন রহমান ফরহাদ, আবিদ মাসুম, ইঞ্জি. মো. নাসরুল্লাহ (আহত), ফজলে রাব্বি।

সম্পর্কিত নিবন্ধ

  • নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিরোধী, দাবি দাওয়াহ সার্কেলের
  • রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক মিশন
  • জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা