রাওয়ালপিন্ডিতে বৃষ্টি আর থামলই না। পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। খেলা হয়নি বলে মন খারাপ হতে পারে দুই দলের খেলোয়াড়দের। সঙ্গে অবশ্য একটা স্বস্তিও হওয়ার কথা। আগের দুটি ম্যাচে জয়হীন পাকিস্তান-বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল, শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা রক্ষার।

আনুষ্ঠানিকতার এই ম্যাচে যে দল হারত, এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে শূন্য হাতেই ফিরতে হতো। বৃষ্টির কারণে তা আর হচ্ছে না-রাওয়ালপিন্ডিতে একদিন আগে হওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো টসও হতে পারেনি বৃষ্টির কারণে। বাংলাদেশ ও পাকিস্তান টুর্নামেন্ট শেষ করছে এক পয়েন্ট করে নিয়ে। আগের দুই ম্যাচে হারের ধরন ‘ভালো’ হওয়ায় পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ সব মিলিয়ে টুর্নামেন্টে এখন আছে সপ্তম স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে যায়, তখন ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ