আট মাস বেতন বন্ধ, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা ব্যাহত
Published: 27th, February 2025 GMT
কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকের সার্বিক চিকিৎসাসেবা ঝিমিয়ে পড়েছে। বেশিরভাগ ক্লিনিক নিষ্ক্রিয় থাকায় প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের গরিব লোকজন। গত আটমাস ধরে কর্মীদের বেতনভাতা বন্ধ থাকায় এ নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
গ্রাম পর্যায়ে মা ও শিশুসহ সব বয়সী লোকজনের প্রাথমিক স্বাস্থ্যসেবায় কাজ করে কমিউনিটি ক্লিনিকগুলো। এখান থেকে ২৭ ধরণের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। অসুখ-বিসুখে ক্লিনিকগুলোর ওপর ভরসা করে গ্রামের মানুষ। কিশোরগঞ্জ জেলায় এ ধরণের কমিউনিটি ক্লিনিক আছে ৩২৩টি। ক্লিনিকের মূল দায়িত্ব পালন করেন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএইচসিপি। তবে গত আটমাস ধরে বেতনভাতা বন্ধ থাকায় প্রভাব পড়েছে তাদের কাজকর্মে। ফলে ক্লিনিকগুলো অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ঠিকঠাক স্বাস্থ্যসেবা পাচ্ছে না রোগীরা।
জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর কমিউনিটি ক্লিনিকের সামনে কথা হয় সাঁতারপুর গ্রামের রুমা আক্তার ও সুরাইয়ার সঙ্গে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ছোটখাট অসুখবিসুখ, মাতৃত্বসেবা ও শিশুদের নিয়ে তারা ক্লিনিকে আসেন। আগে ভালোই সেবা পেতেন। গত কয়েকমাস ধরে ক্লিনিক সময়মতো খোলা হয় না। আবার মাঝেমাঝে বন্ধও থাকে। এ কারণে ওষুধপত্রও পাওয়া যায় না। এখন অসুখবিসুখে উপজেলা ও জেলা শহরে যেতে হয় তাদের। একই ইউনিয়নের জঙ্গলবাড়ি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার সানজিদা সামান্তা বলেন, ‘‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষাসহ বিভিন্ন সেবা নিতে ক্লিনিকগুলোতে প্রান্তিক জনগণ ভিড় করে। গত আটমাস ধরে আমাদের বেতনভাতা বন্ধ রয়েছে। এ কারণে আমাদের অনেক কষ্ট করে খেয়ে না-খেয়ে ক্লিনিকগুলো পরিচালনা করতে হচ্ছে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। কেউ আবার সংসার খরচ চালাতে অন্যত্র কাজ করতেও বাধ্য হচ্ছেন।’’
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে হাসপাতালে অগ্নিকাণ্ড
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
করিমগঞ্জ উপজেলায় মোট কমিউনিটি ক্লিনিক রয়েছে ৩৫টি। এরমধ্যে সাঁতারপুর, জঙ্গলবাড়ি, হাত্রাপাড়া, সতেরদরিয়া, পিটুয়া ও টামনি পিটুয়া কমিউনিটি ক্লিনিকে সরেজমিন স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, সময়মতো ক্লিনিকগুলো না খোলা, আবার কখনো বন্ধ থাকায় কিংবা খোলা হলেও দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির কারণে চিকিৎসাসেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শুধু করিমগঞ্জ নয়, তাড়াইল উপজেলার আরো চারটি কমিউনিটি ক্লিনিক ঘুরে এমন চিত্রই দেখা গিয়েছে।
তবে যে কর্মীরা ১২ মাস গ্রামবাসীকে চিকিৎসাসেবা দেয়, তাদের দুর্বস্থার কথা শুনে ব্যথিত গ্রামের লোকজনও। পিটুয়া গ্রামের জিল্লুর রহমান বলেন, ‘‘সিএইচসিপিদের কষ্ট দেখে আমাদের খারাপ লাগে। আমরা কর্মীদের উজ্জীবিত করে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বেগবান করার দাবি জানাচ্ছি। সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়।’’
হাত্রাপাড়া ও টামনি পিটুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জাহেদুল ইসলাম তুহিন ও হাবিবা আক্তার বলেন, ‘‘আমাদের যে ভাতা দেওয়া হতো, তা দিয়ে আমাদের সংসার চলত না। আমাদের দাবি ছিল আমাদের যেন রাজস্বখাতে নিয়ে যাওয়া হয়। রাজস্বখাততো দূরে থাক, এখন আমাদের বেতনটুকুও বন্ধ রয়েছে আটমাস ধরে। পেটে ভাত না থাকলে দায়িত্ব পালন করব কীভাবে? এরপরও আমরা কাজ করে যাচ্ছি।’’
সিভিল সার্জন কার্যালয় বলছে, গত বছরের জুলাই থেকে সিএইচসিপিদের বেতনভাতা বন্ধ রয়েছে। কেবল কিশোরগঞ্জের ৩২৩ জন নয়, সারা দেশের ১৮ হাজার হেলথ কেয়ার প্রোভাইডারের বেতনও বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে নিয়মিত যোগাযোগ চলছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে।
কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা.
ঢাকা/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বন ধ থ ক য় ক শ রগঞ জ আম দ র বন ধ র উপজ ল ল কজন
এছাড়াও পড়ুন:
৯ মাসের বেতন বকেয়া, ঈদ নেই ৫৪ স্বাস্থ্যকর্মীর ঘরে
মির্জাপুরে ঈদের আনন্দ নেই ৫৪ কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি)। কারণ ৯ মাস ধরে বেতন বন্ধ তাদের। কবে নাগাদ বেতন পাবেন তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
গত ২০১১ সালে একটি প্রকল্পের অধীনে সারাদেশে কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৪ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়ায় সরকার। কিন্তু এই দীর্ঘ সময়েও কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি।
এদিকে গত বছরের জুলাই মাস থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা বকেয়া পড়েছে। এ অবস্থায় সারাদেশে কর্মরত সিএইচসিপিরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থান্তারের দাবিতে ঢাকায় আন্দোলনে নামেন। আন্দোলনের ফলে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসও পান তারা। আশ্বাসের পর এখন বকেয়া বেতন প্রকল্প না রাজস্ব কোন খাত থেকে আসবে তাও জানেন না তারা। এমনকি প্রণোদনা ভাতাও পাননি।
বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সিএইচসিপিদের সাড়ে তিন মাসের বেতন ও ঈদের বোনাস পাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে অফিস চলাকালীন সময়ে সোনালী ব্যাংকে অপেক্ষা করে বিকেলে খালি হাতে হতাশা নিয়ে ফিরে যান তারা। যে কারণে ঈদের আমেজ নেই তাদের পরিবারে।
অভিরামপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিয়াসমিন আক্তার বলেন, ‘৯ মাস বেতন না হওয়ায় অনেক কষ্টে আছি। ঈদের আগে সাড়ে তিন মাসের বেতন হওয়ার কথা থাকলেও তা অনিশ্চযতার মধ্যে পড়েছে।’
উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন সিকদার জানান, ৯ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ। এতদিন ধারদেনা করে ছেলেমেয়ের লেখাপড়া ও সংসারের খরচ জোগাতে হয়েছে। এখন আর কেউ ধারও দিচ্ছে না। ঈদে কেনাকাটা তো এখন চিন্তাও করা যাচ্ছে না।
উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন, বর্তমান বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে সামান্য বেতনে চলতে এমনিতেই কষ্ট হয়। এর মধ্যে ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে কষ্টের শেষ নেই।
গত ৯ মাস ধরে সিএইচসিপিদের বেতন বন্ধ থাকার কথা স্বীকার করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম। তাঁর ভাষ্য, বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাদের সাড়ে তিন মাসের বেতন-বোনাস পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি।