ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ভালো পারফরম্যান্স করে যাচ্ছে লিভারপুল। অল রেডরা যেন হারতেই ভুলে গিয়েছে। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে তাদের পারফরম্যান্স বেশ নজর কাড়া। ইপিএলের ম্যাচে বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে আরেক শক্তিশালী ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ফলে এই মৌসুমের লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনাল অপেক্ষা ১৩ পয়েন্ট এগিয়ে গেল আর্নে স্লটের দল। ম্যাচ শেষে লিভারপুলের ডাচ ম্যানেজার স্লট জানালেন দলের মানসিকতায় তিনি দারুণ খুশি।

যদিও এই ম্যাচটা গ্যালারি থেকে দেখতে হয় লিভারপুল বসকে। এভারটন ম্যাচে রেফারির সঙ্গে কথা কাটাকাটি করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই ৪৬ বছর বয়সী ম্যানেজার। তবে এর প্রভাব পড়েনি অল রেডদের খেলায়।

ঘরের মাঠে অ্যানফিল্ডে ম্যাচের ১১ মিনিটেই দমিনিক সবোসলাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

আরো পড়ুন:

হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা

মৌসুমের সবচেয়ে বড় অঘটন: লিভারপুলের বিদায়

গ্যালারিতে বসে খেলা দেখা স্লট ম্যাচের পর গণমাধ্যমকে বলেন, “আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি দলের মানসিক শক্তি দেখে। বিশেষ করে তারা নিউক্যাসল এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দুটি যেভাবে খেলেছে। সবাই আমাদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল এভারটন এবং উলভসের ম্যাচের পর।”

বেশি প্রশংসায় ফুটবলারদের গা-ছাড়া ভাব চলে আসে। তবে লিভারপুলের খেলোয়াড়দের মাঝে সেটা নেই বলেই দাবি করেন স্লট, “যদি বেশি প্রশংসা পায় তাহলে  ১০ জনের মধ্যে ৮ জন একটু অলস হয়ে যায়। শুধু যারা কিছু অর্জন করতে চায় তারা তা করেন না। আর সেই মানসিকতা আমরা আজ রাতে দেখেছি।”

অন্যদিকে বুধবার রাতের আরেক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল গোলশূন্য ড্র করেছে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। ফলে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপার দিকে আরও এক ধাপ পৌঁছে গেল। তবে স্লট নিশ্চিত যে তার খেলোয়াড়রা কোনো তৃপ্তি বা শিথিলতার লক্ষণ দেখাচ্ছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগের চূড়ায় থাকা লিভারপুলের সংগ্রহ  ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট। অন্যদিকে তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন ফোন আনলো ভিভো

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভি৫০ লাইট’। জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ফোনটি লঞ্চ করা হয়। 

শনিবার (১৯ এপ্রিল) লঞ্চ হওয়া এই ফোনে আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে সেরা পারফরম্যান্স – দুটোই একইসাথে পাওয়া যাবে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ভিভো ভি৫০ লাইট ফোনে দেওয়া হয়েছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের পাশাপাশি নিশ্চিত করবে স্টাইল ও আরাম।

হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটির অত্যন্ত সরু বেজেল- এর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরো প্রাণবন্ত। 

আরো পড়ুন:

রেডমি সিরিজের নতুন দুই ফোন আনলো শাওমি

বাংলাদেশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন আনলো অনার

দুটি ট্রেন্ডি কালার অপশনে এসেছে ভি৫০ লাইট। টাইটেনিয়াম গোল্ড, মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত এ সংস্করণটি। অন্যদিকে, ফ্যান্টম ব্ল্যাক উপস্থাপন করে এক রহস্যময় অথচ অভিজাত উপস্থিতি। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং বা ভিডিও দেখা সবই হবে স্মুথ ও প্রাণবন্ত। তাছাড়াও ফোনটিতে আছে ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও সার্টিফায়েড এসজিএস লো লাইট, যা দীর্ঘসময় ফোন ব্যবহারেও সুরক্ষা দিবে চোখকে।  

শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সাথে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ আর সুপারফাস্ট চার্জিং। মাত্র কয়েক মিনিটের চার্জেই পাওয়া যাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যাকআপ। আরো থাকছে রিভার্স চার্জিং। ফলে আর দরকার পরবে না পাওয়ার ব্যাংকের। পাঁচ বছর পরও ব্যাটারি ৮০% এর বেশি সক্ষমতা ধরে রাখবে। 

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও সব কিছু হবে মসৃণভাবে। 

৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের।

ভিভো ভি৫০ লাইটের লঞ্চিং অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ ও প্রাণচঞ্চলতা দেখাটা সত্যিই আনন্দদায়ক। ভিভোতে আমরা সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে যথার্থ। ভি৫০ লাইট তারই চমৎকার একটি উদাহরণ – এটি শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করা ক্যামেরা এক্সপেরিয়েন্সের এক নিখুঁত সমন্বয়। স্মার্টফোনটি আল্ট্রা স্লিম এবং আগের চেয়েও বেশি শক্তিশালী।”

ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি+ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • আইসিসি ঘোষিত সেরা একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটার
  • নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
  • নতুন ফোন আনলো ভিভো
  • চ্যাম্পিয়নস লিগে নতুন যে সুখবর পেল স্পেন
  • জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফরমার কারা
  • ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, আনচেলত্তি ও ক্লপ—কে কার