অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সারমিন ইসলাম রত্নার কিশোরগ্রন্থ ‘ভূতের উপহার’।
ভূতের গল্প কত বিচিত্র ও আনন্দদায়ক হতে পারে। ভূতের গল্প আমাদের ভাবনাকেও পরিবর্তন করতে পারে। ‘ভূতের উপহার’ বইতে মোট ৫টি গল্প রয়েছে। ভূতের পুকুর, ভূতুড়ে মাঠ ইত্যাদি। পাতায় পাতায় রয়েছে রঙিন অলঙ্করণ।
ভূতের উপহার
লেখক: সারমিন ইসলাম রত্না
ধরন: শিশু-কিশোর উপযোগী ভৌতিক গল্প
প্রচ্ছদ ও অলঙ্করণ: সোহেল আশরাফ
প্রকাশনী: শিশুগ্রন্থ কুটির
স্টল নম্বর: ৮৪৬।
আরো পড়ুন:
বইটির সঙ্গে অনেক স্মৃতি জড়িত: দিঠি আনোয়ার
‘হায়রে, পাগল ভক্ত!’
এছাড়াও লেখকের আরেকটি বই প্রকাশিত হয়েছে ‘রং তুলিতে ছুটির দিন’। কিশোরদের আবেগ, অনুভূতি, চাওয়া-পাওয়া ও তাদের ভাবনা নিয়ে গল্পগুলো রচিত হয়েছে। বইতে মোট আটটি গল্প রয়েছে। ছোটরাও ভুল ধরতে পারে, বৃষ্টিমাখা ইচ্ছেগুলো, শহর ছেড়ে শান্তপুর ইত্যাদি।
রং তুলিতে ছুটির দিন
লেখক: সারমিন ইসলাম রত্না
ধরন: মনস্তাত্ত্বিক কিশোর গল্প
প্রচ্ছদ ও অলঙ্করণ: নিসা মাহজাবীন
প্রকাশনী: শিশুবেলা
স্টল নম্বর: ৯৫৩।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল ভ ত র উপহ র
এছাড়াও পড়ুন:
খুলনায় থানার পাশেই ডাকাতি, মালামাল লুট
খুলনার বটিয়াঘাটা থানার পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে থানাসংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ ৮২ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি দরজা খুলে বাইরে ১০-১২ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেই মোদাচ্ছেরের গলায় অস্ত্র ঠেকিয়ে দোতলায় নিয়ে যান। এরপর ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
মো. মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান দিলে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।’’
নূরুজ্জামান//