অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সারমিন ইসলাম রত্নার কিশোরগ্রন্থ ‘ভূতের উপহার’।
ভূতের গল্প কত বিচিত্র ও আনন্দদায়ক হতে পারে। ভূতের গল্প আমাদের ভাবনাকেও পরিবর্তন করতে পারে। ‘ভূতের উপহার’ বইতে মোট ৫টি গল্প রয়েছে। ভূতের পুকুর, ভূতুড়ে মাঠ ইত্যাদি। পাতায় পাতায় রয়েছে রঙিন অলঙ্করণ।
ভূতের উপহার
লেখক: সারমিন ইসলাম রত্না
ধরন: শিশু-কিশোর উপযোগী ভৌতিক গল্প
প্রচ্ছদ ও অলঙ্করণ: সোহেল আশরাফ
প্রকাশনী: শিশুগ্রন্থ কুটির
স্টল নম্বর: ৮৪৬।
আরো পড়ুন:
বইটির সঙ্গে অনেক স্মৃতি জড়িত: দিঠি আনোয়ার
‘হায়রে, পাগল ভক্ত!’
এছাড়াও লেখকের আরেকটি বই প্রকাশিত হয়েছে ‘রং তুলিতে ছুটির দিন’। কিশোরদের আবেগ, অনুভূতি, চাওয়া-পাওয়া ও তাদের ভাবনা নিয়ে গল্পগুলো রচিত হয়েছে। বইতে মোট আটটি গল্প রয়েছে। ছোটরাও ভুল ধরতে পারে, বৃষ্টিমাখা ইচ্ছেগুলো, শহর ছেড়ে শান্তপুর ইত্যাদি।
রং তুলিতে ছুটির দিন
লেখক: সারমিন ইসলাম রত্না
ধরন: মনস্তাত্ত্বিক কিশোর গল্প
প্রচ্ছদ ও অলঙ্করণ: নিসা মাহজাবীন
প্রকাশনী: শিশুবেলা
স্টল নম্বর: ৯৫৩।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল ভ ত র উপহ র
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা।
বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, “রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।”
ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করেন (মেয়ে)। তবে তিনি পরিচয় দেননি। তার ভাষ্যমতে, বাচ্চু মোল্লা এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকৎসা করানো হয়। আমিও হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বিক্ষোভ মিছিলের সময় তিনি হাসপাতালে ছিলেন।”
ঢাকা/লিটন/এস