প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার রচিত গান-গ্রন্থ ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খণ্ড প্রকাশিত হলো। এতে রয়েছে ৫০টি গান রচনার পেছনের গল্প ও ২০০ গানের কথামালা। ভাষাচিত্র প্রকাশনীর ১৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি বিকালে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, তাদের দুই সন্তান সরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন।

২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে ‘অল্প কথার গল্প গান’- বইয়ের প্রথম খণ্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। চতুর্থ খণ্ড গত বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়।

আরো পড়ুন:

বইমেলায় ‘ভূতের উপহার’

‘হায়রে, পাগল ভক্ত!’

তার কন্যা ও সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেন, “অল্প কথার গল্প গান’ বইয়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। প্রথম খণ্ড প্রকাশের সময় আব্বু বেঁচে ছিলেন। বেশ ঘটা করেই এর মোড়ক উন্মোচন করেছিলাম। আশা করছি, বইটির পঞ্চম খণ্ডের মাধ্যমে আব্বুর অনেক গানের অজানা কথা পাঠক জানতে পারবেন।”

গাজী মাজহারুল আনোয়ার ৬০ বছরের সংগীত জীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন। বিবিসি’র জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে তিনটি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই ব্যক্তিত্ব।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

ঈদের জামাতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। 

সোমবার (৩১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত ও সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ঢল নামে। 

বায়তুল মোকাররমে ঈদ জামাতে নাশকতা ঠেকাতে পল্টন মোড়সহ মসজিদের আশেপাশে ব্যাপক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এদিনে সকাল সাড়ে ৬টার মধ্যেই বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুলিশি তল্লাশি শেষে মুসল্লিরা প্রথম জামাতে অংশ নেন। 

এদিকে বায়তুল মোকাররমে ঈদের আরও তিনটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন মসজিদের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির মসজিদের প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জামাত। এতে ইমামতি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির জাতীয় মসজিদের খাদেম মো. আবদুল হাদী।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আলাউদ্দীন।

সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে পঞ্চম ও সর্বশেষ জামাত। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।

প্রসঙ্গত, পাঁচটি জামাতের কোনোটিতেই নির্দিষ্ট ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেনকে রাখা হয়েছে। 

ঢাকা/এনটি//

সম্পর্কিত নিবন্ধ