অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়
Published: 27th, February 2025 GMT
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি ও দুটি পদে জামায়াতপন্থী এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে রাত একটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুল বারী। নির্বাচনে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের গোলাম নবী (বিএনপিপন্থী) ১৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীপন্থী) প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্যানেল ছিল না।
অন্যদিকে ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের রিশাদ রেজওয়ান (বিএনপিপন্থী)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এককভাবে স্বতন্ত্র প্রার্থী শামসুজ্জোহা ইসমাইল (আওয়ামীপন্থী) পেয়েছেন ১২২ ভোট।
বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিত বাকিরা হলেন সহসভাপতি পদে আবদুল আওয়াল (জামায়াতপন্থী) ও জামিল হাসান; সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মতি ও মোবারক হোসেন; অডিটর শফিকুল ইসলাম; পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক শামীমা তাসনিম; ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। সেই সঙ্গে নির্বাহী কমিটির সদস্য পদে শাহাজাদা মিয়া, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার ওরফে স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান ওরফে মামুন (গণতন্ত্র মঞ্চ) নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আবদুল বারী ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৮ জন। ১৫টি পদে দুটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বতন ত র ল ইসল ম আইনজ ব হয় ছ ন আবদ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন।
আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন।
উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।
এ বিষয়ে মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, ‘আমার টাকা ফেরত দেননি, উল্টো বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।’
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।