জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি ও দুটি পদে জামায়াতপন্থী এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে রাত একটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুল বারী। নির্বাচনে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের গোলাম নবী (বিএনপিপন্থী) ১৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীপন্থী) প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্যানেল ছিল না।
অন্যদিকে ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের রিশাদ রেজওয়ান (বিএনপিপন্থী)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এককভাবে স্বতন্ত্র প্রার্থী শামসুজ্জোহা ইসমাইল (আওয়ামীপন্থী) পেয়েছেন ১২২ ভোট।

বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিত বাকিরা হলেন সহসভাপতি পদে আবদুল আওয়াল (জামায়াতপন্থী) ও জামিল হাসান; সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মতি ও মোবারক হোসেন; অডিটর শফিকুল ইসলাম; পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক শামীমা তাসনিম; ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। সেই সঙ্গে নির্বাহী কমিটির সদস্য পদে শাহাজাদা মিয়া, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার ওরফে স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান ওরফে মামুন (গণতন্ত্র মঞ্চ) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবদুল বারী ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৮ জন। ১৫টি পদে দুটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বতন ত র ল ইসল ম আইনজ ব হয় ছ ন আবদ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

মেসির হয়ে কেন বক্সিংয়ে লড়তে চান তাঁর বডিগার্ড

রিংয়ে লড়াইটা তাহলে হচ্ছেই? অন্তত পরিস্থিতি সেটাই বলছে। একটি শর্তে লিওনেল মেসির বডিগার্ড ইয়াসিন চুকোর সঙ্গে লড়তে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের লোগান পল। শর্তটি হলো, চুকোকে হারের পর পলের পানীয় ‘প্রাইম’ পান করতে হবে।

আসলে ঝামেলার শুরুও এই পানীয় নিয়েই। ব্যবসায়িক অংশীদার কেএসআইয়ের সঙ্গে ২০২২ সালে ‘প্রাইম’ নামে একটি পানীয় বাজারজাত শুরু করেন লোগান। এরপর মেসিও ‘মাস‍+’ নামে একটি পানীয়ের ব্র্যান্ড গত বছর জুন থেকে বাজারজাত শুরু করেন। কিন্তু পানীয় দুটির প্যাকেজিং ও ডিজাইন প্রায় একই রকম হওয়ায় আলোচনার সূত্রপাত ঘটে। লোকে অভিযোগ করেন, পানীয় দুটি কিনতে গিয়ে তাঁরা বিভ্রান্তিতে পড়ছেন।

আরও পড়ুনরোনালদোর ছেলের জন্য পাঁচ দেশের দরজা খোলা ১ ঘণ্টা আগে

গত অক্টোবরে নিউইয়র্কে প্রাইমের বিরুদ্ধে মামলা ঠুকে দেন মেসির আইনজীবীরা। প্রাইমকে ‘অ্যান্টিকম্পিটিটিভ’-এর দোষে অভিযুক্ত করা হয় মেসির ব্র্যান্ডের পক্ষ থেকে। প্রাইমকে নোংরা বিপণন-পরিকল্পনার দায়ে অভিযুক্ত করেন মেসির কৌঁসুলিরা। এক মাস পর লোগানের আইনজীবীরা মেসির ব্র্যান্ডের বিরুদ্ধে অনুকরণের অভিযোগ তুলে পাল্টা মামলা করেন।

লোগান এরপর গত মাসে টিকটকে পোস্ট করা ভিডিওতে বলেন, বক্সিংয়ের রিংয়ে লিওনেল মেসি তাঁর সঙ্গে লড়াই করলে আদালত থেকে মামলা তুলে নেবেন। তাঁর সেই চ্যালেঞ্জের জবাবও দেন মেসির বডিগার্ড চুকো। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অনুশীলন সেশনে একজনের প্রশ্নের উত্তরে লোগানকে নিয়ে চুকো বলছেন, ‘লোকটি কে, লিও তা জানে না। সে যদি সত্যিই লড়াই করতে চায়, তবে আমার সঙ্গে লড়তে পারে।’ কমব্যাট স্পোর্টসের এক্স হ্যান্ডল ‘হ্যাপি পাঞ্চ’-এ ভিডিওটি পোস্ট করা হয়।

চুকোর এই চ্যালেঞ্জের পর লোগান আর কোনো জবাব দেননি। কিন্তু চুকো এটুকুতেই থামেননি। দুই দিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লোগানের জন্য একটি ভিডিও পোস্ট করেন চুকো। সেই ভিডিওতে চুকো বলেন, ‘শোনো লোগান, এই ভিডিও করেছি কারণ, রাস্তায় ও ইনস্টাগ্রামে অনেকের অনেক বার্তা ও মন্তব্য পেয়েছি এই লড়াই নিয়ে। আসো মানুষের জন্য এই লড়াই করি। চলো এটা করি।’ লোগান এ ভিডিওতেই মন্তব্য করেন, ‘আমার ভাই অন্য কিছু ভেবেছিল।’ মেসির বডিগার্ড উত্তর দেন, ‘কেন? ভয় পাচ্ছ? বড় বড় কথা বলে পিছু হটছ?’

আরও পড়ুন‘অসম্মানের ম্যাচ’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সা১ ঘণ্টা আগে

ঘটনা এখানেই থামেনি। ইউটিউবে গত বুধবার রাতে পোস্ট করা নিজের সাপ্তাহিক ভিডিও ব্লগে লোগান এর উত্তর দিয়েছেন। ভিডিওতে লোগানকে বক্সিং অনুশীলন করতে দেখা যায়। তখন কেউ একজন তাঁকে মেসির বডিগার্ডের চ্যালেঞ্জের বিষয়ে জানান। লোগান এরপর একটি শর্তে চুকোর সঙ্গে লড়াইয়ে রাজি হয়ে বলেছেন, ‘তাকে (চুকো) আচরণ ঠিক করতে বলো। এমএমএতে খেলা কেউ ভাবছে, সে বক্সিং করতে পারে। সে ভাবছে, মেসির বডিগার্ড বলেই সে জিততে পারে এবং লোকজনের মনোযোগ কাড়তে পারে।’

লোগান এরপর বলেন, ‘আমি এখন পুয়ের্তো রিকোয় আছি। পুয়ের্তো রিকোয় আমাকে থামাতে চাইলে তোমাকে স্বাগতম। কিন্তু যখন আমি তোমাকে হারাব, তারপর তোমাকে প্রাইম পান করতে হবে।’ লোগান যোগ করেন, ‘মেসির জন্য আমার সত্যিই খারাপ লাগছে। কারণ, সে মামলায় হেরে যাবে। হয়তো বডিগার্ডকেও হারাবে। কারণ, একজন ইউটিউবারের কাছে হেরে গেলে তাকে রাখার কী দরকার। বিশ্বকাপ বাদে সে সবকিছুই হারাচ্ছে।’

মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকো আমেরিকান। আমেরিকান বাবা ও ফরাসি মায়ের ঘরে জন্ম নেওয়া চুকোর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন এর আগে জানিয়েছিল, সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট ইয়াসিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল—আফগানিস্তান ও ইরাকে কাজ করেছেন। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, নেভি সিলে বর্তমান সদস্যদের কেউ তাঁর নাম শোনেননি এবং নেভি সিল ডেটাবেজেও ইয়াসিনের নাম নেই। সে যা–ই হোক, তায়কোয়ান্দো ও বক্সিংয়ে বিশেষভাবে দক্ষ ইয়াসিন। মাঠ ও মাঠের বাইরে মেসি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ইয়াসিনের ৫০ জনের একটি দল আছে। দিন–রাত মিলিয়ে ইয়াসিনকে ২৪ ঘণ্টাই মেসি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

লোগান পল রেসলার হিসেবে ২০২২ সালে ডব্লিউডব্লিউইয়ের সঙ্গে চুক্তি করেন। খণ্ডকালীন রেসলার হিসেবে তাঁকে সেখানে দেখা যায়। ২০২১ সালে ফ্লোরিডায় সাবেক বক্সার ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে প্রদর্শনী লড়াইয়েও অংশ নেন লোগান। পেশাদার বক্সার ও ইনফ্লুয়েন্সার জ্যাক পল তাঁর ভাই।

সম্পর্কিত নিবন্ধ

  • আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
  • যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি ভিসা বাতিল, অধিকাংশই ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের: মার্কো রুবিও
  • সমালোচনার মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
  • মেসির হয়ে কেন বক্সিংয়ে লড়তে চান তাঁর বডিগার্ড
  • প্রতারণার মামলায় ইথার ফারিয়েলের জামিন আবেদন নাকচ
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চার নতুন প্রসিকিউটর
  • পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে
  • তারেক রহমানের নির্দেশে সেই আশরাফুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার মামলা