৯ দিন পর খুলল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
Published: 27th, February 2025 GMT
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম ৯ দিন পর আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ সকাল আটটা থেকে খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা ছাত্রাবাসগুলো। তবে পাঠদান কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষের উত্তেজনার জেরে ১৮ ফেব্রুয়ারি কলেজের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
আজ বেলা একটার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী ব্যাগ ও জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে ফিরছেন। ১৭ ফেব্রুয়ারি কলেজে উত্তেজনার জেরে ১৮ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই দিন একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের প্রধান ফটকের সামনে কথা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ হাসানের সঙ্গে। বাড়ি থেকে ব্যাগ নিয়ে ফিরছিলেন তাঁরা। তাঁরা জানান, ‘সামান্য বিষয় নিয়ে ভুল–বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়ে কলেজ ও ছাত্রাবাস বন্ধ ছিল। আমরা চাই না এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর তৈরি হোক। আমরা ক্যাম্পাসে ফিরছি, শান্তিপূর্ণভাবে শিক্ষাজীবন শেষ করতে চাই। ’
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ৯দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার খোলা হয়েছে। খোলার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল জ র
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (২৫), লাল মিয়ার মামি জ্যোৎস্না আরা (৬৫) ও সিএনজিচালিত অটোরিকশাচালক রোমান মিয়া (৪২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে গোয়ারী বালিকা মাদ্রাসা সামনের ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা জানান, লাল মিয়া তাঁর এক অসুস্থ খালাকে দেখতে অটোরিকশায় করে পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।