স্থগিত রাখা ২০০ কোটি ডলারের বিদেশি সহায়তার অর্থ ছাড়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সহায়তা কার্যক্রম আবারও চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সময়সীমা শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস সে আদেশ স্থগিত করেছেন।

বিচারপতি রবার্টসের আদেশের মধ্য দিয়ে মামলার ভেতরের নানা প্রশ্নের মীমাংসা করা হয়নি। বরং এ মামলায় লিখিত যুক্তিতর্কগুলো পর্যালোচনা করার জন্য আদালতকে কয়েক দিন সময় দিতে ‘প্রশাসনিক স্থগিতাদেশ’ নামে পরিচিত একটি আদেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালতের জরুরি মামলাগুলো সামলে থাকেন রবার্টস।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাকারীদের আগামী শুক্রবারের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলেছেন মার্কিন প্রধান বিচারপতি।

বিদেশি সহায়তা ছাড়ে বুধবার মধ্যরাতের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় ট্রাম্প প্রশাসন। সিদ্ধান্ত স্থগিতের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর প্রশাসনকে উচ্চ আদালতে ছুটতে হলো।

বুধবারের এ আবেদনটি ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) থেকে কোটি কোটি ডলারের বৈদেশিক সহায়তা বন্ধ রাখাসংক্রান্ত। ট্রাম্প গত জানুয়ারিতে ওই সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের খরচ কমানোর পাশাপাশি এ সহায়তাকে নিজের পররাষ্ট্রনীতিগত অবস্থানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে চাইছিলেন ট্রাম্প।

শুরুতে বাইডেনের নিয়োগ করা ইউএস ডিস্ট্রিক্ট জজ আমির আলী মামলাটি পরিচালনা করেন। মামলার বাদীরা দাবি করেন, ট্রাম্প প্রশাসন পর্যাপ্ত পরিমাণে তহবিল পুনরুদ্ধার করেনি। বিচারপতি আলী এ সময় বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সব বৈদেশিক সহায়তা ছাড়ের জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন।

তবে বুধবার ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে বলেছে, এ সময়সীমা মানাটা তাদের জন্য অসম্ভব। আদালতকে তারা বলেছে, বিচারকের অনুরোধ পূরণ করতে তাদের ‘কয়েক সপ্তাহ’ সময় লাগবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ রপত সময়স ম র জন য

এছাড়াও পড়ুন:

নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত: জহির উদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত। কারণ, আজ দেশ ফ্যাসিবাদমুক্ত। তাই আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের মধ্যে যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া। আমরা দেশপ্রেমিক সেনাপ্রধানকে অভিনন্দন জানাই এ রকম একটি সময়সীমা বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের মালিকানা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা তৈরির জন্য।’

আজ রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ‍্যাসিবাদমুক্ত ও পেশাদার প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জহির উদ্দিন। গৌরনদী বাসস্ট্যান্ড মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি। এতে দুই উপজেলার নেতা-কর্মীরা ছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ছয়টি শহীদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন।

নির্বাচনের জন্য সেনাপ্রধানের দেওয়া সময়সীমার প্রতি গুরুত্বারোপ করে সভায় জহির উদ্দিন বলেন, ‘আমরা মনে করি না যে সরকার নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। কিন্তু যদি তা করে, তাহলে আমরা ধরে নেব যে দেশপ্রেমিক সেনাপ্রধানের নির্বাচনের সময়সীমাকে কেউ অবজ্ঞা করছে, তারা কারা। আমরা তাদের চিহ্নিত করব সময়মতো।’

সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ সময় আরও বলেন, দেশপ্রেমিক সেনাপ্রধানকে অভিনন্দন জানাই একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের মালিকানা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা তৈরির জন্য। এ দায়িত্বই ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহী সামরিক বাহিনীর কর্মকর্তারা পালন করেছিলেন।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান। এতে বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদুল আলম খান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে কখন কোথায় ঈদুল ফিতরের নামাজ
  • নির্বাচনের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধানের ঘোষিত সময়সীমা যৌক্তিক ও বাস্তবসম্মত: জহির উদ্দিন স্বপন
  • নৌপথে ঘরমুখো যাত্রীর ভিড়
  • নৌপথে ঘরমুখো যাত্রীদের ভিড়
  • ময়মনসিংহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি 
  • ইউএসএআইডি বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা
  • ইউএসএআইডির সহায়তা স্থগিতে উন্নয়নকর্মীরা কেমন আছেন
  • রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র