অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত এসব কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ছাড়াও উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বদল কর মকর ত

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় সর্বজনীন ঐক্য ফোরামের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা বাজার কাজী খোরশেদ প্লাজার সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সর্বজনীন ঐক্য ফোরাম।

সংগঠনের সভাপতি এম. সোহাগ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন শাওন এর উপস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সর্বজনীন ঐক্য ফোরামের উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন, শামসুল আলম, বাবলু মিয়া, রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইউসুফ মিয়া ও অন্যান্য দায়িত্বশীলরা ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।

অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা।

সংগঠনটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত নিবন্ধ