ঢাকায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।

এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জামাল উদ্দিন। সরকার পরিবর্তনের পর জেলায় ও কসবা থানায় রুজুকৃত দুটি মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে তাকে।

আরো পড়ুন:

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর এমরান উদ্দিন জুয়েল আত্মগোপনে চলে যায়। ডেভিল হান্টে কসবা থানার মামলায় এমরান উদ্দিন জুয়েলসহ ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।

গত ৪ আগস্ট কসবায় ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হামলার অভিযোগে ১৭ নভেম্বর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু বাদী হয়ে কসবা থানায় একটি মামলা করেন। সেই মামলায় সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ২৩নং আসামি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া একটির মামলারও আসামি তিনি।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, বুধবার রাতে এমরান উদ্দিন জুয়েলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এ দল।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ।

আরো পড়ুন:

নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ পদে থাকছেন যারা

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

ছবির বিবরণীতে তিনি লিখেছেন, ‘‘২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’’

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ