বৃষ্টি বেড়েছে রাওয়ালপিন্ডিতে, এক ঘন্টার মধ্যে ম্যাচ নিয়ে সিদ্ধান্ত
Published: 27th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। দু’দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়ম রক্ষার ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। ম্যাচটি বাংলাদেশ সময় ৩টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস সম্ভব হয়নি। ৪টায় মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করা থাকলেও রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বেড়েছে। আগামী এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে ম্যাচ নিয়ে। ঠাণ্ডা বাতাসের মধ্যে খেলা শুরুর অপেক্ষায় থাকা দর্শকরা ধীরে ধীরে মাঠ ছাড়তে শুরু করেছে। গ্যালারিতে সমাগম কমছে।
এদিকে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে ব্রডকাস্টার টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ বলেছেন, পিন্ডির আবহাওয়া সম্পর্কে আমি কোনো অনুমান করতে পারি না। দেখে তো ভালো মনে হচ্ছে না। হয়তো খেলা শুরু হতেও পারে। কেউই জানে না আসলে।
এর আগে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচেও দুপুরের পর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ হাসান, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: উসমান খান, কামরান ঘুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তায়িব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শান্তর জায়গায় ধোনি বাংলাদেশের নেতৃত্ব দিলেও লাভ হবে না
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরেছিল বাংলাদেশ। বিব্রতকর ব্যাটিং পারফরম্যান্সে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্বে বাজে বিদায় ঘণ্টা। তবে খালি হাতে ফিরছে না নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির বদৌলতে ১ পয়েন্ট নিয়ে এবার দেশের বিমান ধরবেন তারা।
কেন এমন পারফরম্যান্স? জয়তো দূর, লড়াকু মানসিকতাও দেখাতে পারেনি নিজেদের সবচেয়ে ফেবারিট সংস্করণে! এই নিয়ে রাইজিংবিডির আলাপ হয় সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে।
এমন জঘন্য পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে পাইলট শুরুতেই বলেন, প্রস্তুতির ভিষণ ঘাটতি, “পরিকল্পনার অভাব এবং কোয়ালিটি ক্রিকেটারের অভাব।”
আরো পড়ুন:
১৩ বছর পর…
‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাচ্ছি’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরার আগে মাত্র সপ্তাহ খানেক সময় পায় বাংলাদেশ। তার আগে লম্বা সময় ধরে সব ক্রিকেটার ব্যস্ত ছিল বিপিএলে, টি-টোয়েন্টি সংস্করণের খেলায়। তড়িগড়ি করে এই অনুশীলন সেশন পর্যাপ্ত ছিল না শান্তদের জন্য। কোচের সঙ্গে এবার পাইলটও এটিকে সামনে আনছেন।
“সবাই টি-টোয়েন্টি খেলছে। তাছাড়া এবার মানসম্পন্ন বিদেশি ছিল না বিপিএলে। এক সংস্করণ থেকে আরেক সংস্করণে এসেই পারফর্ম করবে এমন ক্রিকেটার নেই আমাদের। প্রস্তুতিটা আরও ভালো হতে পারতো।”
এই যে ক্রিকেটাররা অপ্রস্তুত ছিল এতে পাইলট দোষ দেখছেন ম্যানেজমেন্টের। তার প্রশ্ন, বোর্ড কেন এই সময়ে ওয়ানডে সিরিজের আয়োজন করেনি। সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সিরিজ খেললে নিশ্চিত ভাবে নিজেদের দূর্বলতা ধরা পড়তো বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
“যখন বিগ ব্যাশ চলছিল তখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিল সিরিজে। আমাদের কেন হয়নি? এখানে পরিকল্পনার অভাব রয়েছে। সঠিক পরিকল্পনা হলে পারফরম্যান্স আরও ভালো হতো।”
ভারত-নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই আড়াইশ রান করতে পারেনি। ভারতের বিপক্ষে ২২৮ ও কিউইদের বিপক্ষে ২৩৬ রানে থামে লাল সবুজের দল। পাইলটের মতে বাংলাদেশের সামর্থ্য এমনই।
দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের প্রসঙ্গ আসলে পাইলট পালটা প্রশ্ন করেন তাদের বিকল্প কই? “কাকে নেবে? আমাদের প্লেয়ার আছে? আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে কি ক্রিকেটার উঠে আসে? আমাদেরতো এসব ঠিক নেই। ক্রিকেটারদের কার কি কর্তব্য সেটি সম্পর্কে তারা নিজেরাও জানে না। এভাবে চললে ফল এমনই হবে।”
অধিনায়ক শান্তও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। অধিনায়ক হিসেবে কি ব্যর্থ শান্ত? এমন প্রশ্নে সাবেক এই ক্রিকেটার বলেন, “শান্তর জায়গায় ধোনি নেতৃত্ব দিলেও কোনো লাভ হবে না। শান্তর একার কোনো দোষ নেই। এই পর্যায়ে লড়াইয়ে মানসিকতা নেই কারও। সবাইকেই অবদান রাখতে হবে, পারফর্ম করতে হবে।”
ঢাকা/রিয়াদ/নাভিদ