অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায়
Published: 27th, February 2025 GMT
মৃত অবস্থায় নিজ বাসায় পাওয়া যায় অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে। স্থানীয় সময় বিকেলে গতকাল বুধবার নিউ মেক্সিকোর সান্তা ফের বাসায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।’
বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর ও তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে পারেননি।
ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান।
‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ জ ন হ য কম য ন
এছাড়াও পড়ুন:
দ্বিতীয়বার ১৫০ ছুঁয়ে যে রেকর্ডে ‘প্রথম’ হলেন ইব্রাহিম জাদরান
৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ রানের ইনিংস কম নেই। সংখ্যাটা ১৫০ ছুঁয়েছে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই। আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ১৫২ রান করে অপরাজিত ছিলেন।
ওয়ানডেতে ‘সার্ধশত’র সংখ্যাটা এখন ১৬৩। যার সর্বশেষটি কাল লাহোরে করেছেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনারের ১৭৭ রানের ইনিংসটা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে।
জাদরানের ১৭৭ রানের ইনিংসটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ ইনিংসও এটি। আগের রেকর্ডটাও অবশ্য জাদরানেরই ছিল, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২। ওয়ানডে ক্যারিয়ারের দুবার ১৫০ ছাড়িয়েই দারুণ এক কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বয়স ২৪ হওয়ার আগেই দুবার ১৫০ ছাড়ালেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৫০ ছাড়ানো ইনিংস ভারতের রোহিত শর্মার