নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার: হাইকোর্ট
Published: 27th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে সুয়োম্যুটো রুল জারি করেন হাইকোর্ট। সেখানে বাংলাদেশের সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না এই মর্মে রুল জারি করা হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিতের জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট-বাজার, বিমানবন্দরসহ পাবলিক স্থানগুলোতে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ এবং পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে। ২০২৬ সালের মধ্যে সব পাবলিক স্থানে নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহ করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই মর্মে একটি প্রতিবেদন সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশটি একটি চলমান আদেশ হিসেবে বহাল থাকবে।
হাইকোর্ট কর্তৃক ঘোষিত তুরাগ নদীর রায়, সোনারগাঁয়ের রায় ও হাতিরঝিলের রায়ের নির্দেশনাগুলিও এই রায়ের নির্দেশনার অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের পানির উৎসগুলো যাতে খহিষ্ণু না হয় অর্থাৎ, পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেজন্য সেগুলোকে সংরক্ষণের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২০ সালে হাইকোর্টের বিচারপতি মো.
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। রায়টি বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে ও পানিবাহিত রোগ থেকে মানুষ রক্ষা পাবে।
বিএইচ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ন শ চ ত কর ন র পদ প ন ব চ রপত
এছাড়াও পড়ুন:
চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে: জেলেনস্কি
চীন রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে মস্কোর জন্য সরাসরি সামরিক সহায়তার অভিযোগ করেছেন।
ইউক্রেনীয় নেতা এক সংবাদ সম্মেলনে জানান, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ার ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে। এ ব্যাপারে তিনি আগামী সপ্তাহে আরা বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ইউক্রেনে মস্কোর তিন বছরের যুদ্ধের সময় রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রেখেছিল। কিন্তু বেইজিং নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে এবং যুদ্ধে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
জেলেনস্কি বলেছেন, “অবশেষে আমাদের কাছে তথ্য এসেছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে। আমরা বিশ্বাস করি যে চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে কিছু অস্ত্র উৎপাদনে নিযুক্ত রয়েছে।”
চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স তাৎক্ষণিকভাবে চীনের কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য জানতে পারেনি।
অবশ্য গত সপ্তাহে যুদ্ধ সম্পর্কে মন্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছিলেন, “আমি আবারও বলতে চাই যে চীন ইউক্রেনীয় সংকটের সূচনাকারী নয় এবং চীনও কোনো অংশগ্রহণকারী পক্ষ নয়। আমরা সংকটের শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় সমর্থক এবং সক্রিয় প্রচারক।”
ঢাকা/শাহেদ