ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শান্তর জায়গায় ধোনি বাংলাদেশের নেতৃত্ব দিলেও লাভ হবে না 

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরেছিল বাংলাদেশ। বিব্রতকর ব্যাটিং পারফরম্যান্সে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্বে বাজে বিদায় ঘণ্টা। তবে খালি হাতে ফিরছে না নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির বদৌলতে ১ পয়েন্ট নিয়ে এবার দেশের বিমান ধরবেন তারা।

কেন এমন পারফরম্যান্স? জয়তো দূর, লড়াকু মানসিকতাও দেখাতে পারেনি নিজেদের সবচেয়ে ফেবারিট সংস্করণে! এই নিয়ে রাইজিংবিডির আলাপ হয় সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে।

এমন জঘন্য পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে পাইলট শুরুতেই বলেন, প্রস্তুতির ভিষণ ঘাটতি, “পরিকল্পনার অভাব এবং কোয়ালিটি ক্রিকেটারের অভাব।”

আরো পড়ুন:

১৩ বছর পর…

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাচ্ছি’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরার আগে মাত্র সপ্তাহ খানেক সময় পায় বাংলাদেশ। তার আগে লম্বা সময় ধরে সব ক্রিকেটার ব্যস্ত ছিল বিপিএলে, টি-টোয়েন্টি সংস্করণের খেলায়। তড়িগড়ি করে এই অনুশীলন সেশন পর্যাপ্ত ছিল না শান্তদের জন্য। কোচের সঙ্গে এবার পাইলটও এটিকে সামনে আনছেন। 

“সবাই টি-টোয়েন্টি খেলছে। তাছাড়া এবার মানসম্পন্ন বিদেশি ছিল না বিপিএলে। এক সংস্করণ থেকে আরেক সংস্করণে এসেই পারফর্ম করবে এমন ক্রিকেটার নেই আমাদের। প্রস্তুতিটা আরও ভালো হতে পারতো।”

এই যে ক্রিকেটাররা অপ্রস্তুত ছিল এতে পাইলট দোষ দেখছেন ম্যানেজমেন্টের। তার প্রশ্ন, বোর্ড কেন এই সময়ে ওয়ানডে সিরিজের আয়োজন করেনি। সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে সিরিজ খেললে নিশ্চিত ভাবে নিজেদের দূর্বলতা ধরা পড়তো বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

“যখন বিগ ব্যাশ চলছিল তখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিল সিরিজে। আমাদের কেন হয়নি? এখানে পরিকল্পনার অভাব রয়েছে। সঠিক পরিকল্পনা হলে পারফরম্যান্স আরও ভালো হতো।”

ভারত-নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই আড়াইশ রান করতে পারেনি। ভারতের বিপক্ষে ২২৮ ও কিউইদের বিপক্ষে ২৩৬ রানে থামে লাল সবুজের দল। পাইলটের মতে বাংলাদেশের সামর্থ্য এমনই।

দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের প্রসঙ্গ আসলে পাইলট পালটা প্রশ্ন করেন তাদের বিকল্প কই? “কাকে নেবে? আমাদের প্লেয়ার আছে? আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে কি ক্রিকেটার উঠে আসে? আমাদেরতো এসব ঠিক নেই। ক্রিকেটারদের কার কি কর্তব্য সেটি সম্পর্কে তারা নিজেরাও জানে না। এভাবে চললে ফল এমনই হবে।”
অধিনায়ক শান্তও সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। অধিনায়ক হিসেবে কি ব্যর্থ শান্ত? এমন প্রশ্নে সাবেক এই ক্রিকেটার বলেন, “শান্তর জায়গায় ধোনি নেতৃত্ব দিলেও কোনো লাভ হবে না। শান্তর একার কোনো দোষ নেই। এই পর্যায়ে লড়াইয়ে মানসিকতা নেই কারও। সবাইকেই অবদান রাখতে হবে, পারফর্ম করতে হবে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ